ফেসবুক স্টোরি শেয়ার বন্ধ করবেন যেভাবে।

 ফেসবুক স্টোরি শেয়ার বন্ধ করবেন যেভাবে


ফেসবুকে স্টোরি শেয়ার নিয়ে আমাদের অনেকেই সমস্যায় আছেন। ফেসবুক স্টোরি শেয়ার বন্ধ করা যায় তা দেখার চেষ্টা করব।

ফেসবুকে  ভিডিও ও ছবি দিয়ে স্টোরি দেওয়া যায়। এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ায় সুবিধাটি । স্টোরিতে নির্দিষ্ট কারও নাম মেনশন করলে সেই ব্যক্তি চাইলে স্টোরিটি শেয়ার করতে পারেন। এতে কেউ কেউ বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন। তবে চাইলেই ফেসবুক স্টোরি শেয়ারের সুবিধাটি বন্ধ করা যায়।

দেখা যাক কিভাবে ফেসবুক স্টোরি শেয়ারের সুবিধাটি বন্ধ করা যায় তা-

ফেসবুক স্টোরি শেয়ারের সুবিধা বন্ধের জন্য প্রথমে আপনার স্মার্টফোন থেকে ফেসবুকের প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। এরপর নিচে স্ক্রল করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন নির্বাচন করে সেটিংস বাটনে ট্যাপ করতে হবে। এবার স্ক্রল করে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি এর নিচে থাকা স্টোরিজ অপশনটি নির্বাচন করতে হবে। 
পরের পেজে প্রদর্শিত অপশনগুলো থেকে শেয়ারিং অপশনস নির্বাচন করলেই দুটি অপশন দেখা যাবে। ‘অ্যালাউ আদারস টু শেয়ার ইয়োর পাবলিক স্টোরিজ টু দেয়ার ওন স্টোরি’-এর নিচে থাকা ডোন্ট অ্যালাউ অপশনটি নির্বাচন করলেই অন্য কেউ স্টোরি শেয়ার করতে পারবেন না।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url