নিজের দোষ অপরের ঘাড়ে চাপাতে গেলে যা হয়।

নিজের দোষ অপরের ঘাড়ে চাপাতে গেলে যা হয়।


একদা এক দেশে এক ডাকাত ছিল । সে একবার একটি লোককে খুন করে ফেলল। আশে পাশের লোকেরা ডাকাতটাকে ধরতে এলে সে ছুটে পালাল । 

পথে সে সব লোক ডাকাত টার সামনে পড়ল তারা যখন তাকে জিজ্ঞাসা করল , তোমার হাতে লাল লাল দাগ কিসের? ডাকাত টি চটপট উত্তর দিল - এইমাত্র আমি তুতগাছ থেকে নেমে এলাম তাই এমন দাগ হয়েছে। যে লোকগুলো তার পিছু পিছু ধাওয়া করে আসছিল তারা ততক্ষণে সেখানে পৌছে গেল ।


 অতএব তারা ডাকাত টাকে ধরে ফেলল এবং ডাকাতটাকে ধারাল গোজ দিয়ে পুতে তাকে তুত গাছের সাথে ঝুলিয়ে দিল । 


তুতগাছ তখন মৃত্যু পতযাত্রী ডাকাতকে বলল তোমাকে মৃত্যু দন্ড দিতে সাহায্য করতে আমার কোন আফসোস নেই কারন তুমি নিজে খুন করে হাতের রক্ত তুমি আমার গায়ের রক্ত হিসাবে চালাতে চেয়েছিল।


শিক্ষাঃ ভাল লোকের গায়ে কাদা ছিটাতে গেলে , সে তোমাকে ছেড়ে কথা বলবে না। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url