প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি - মডেল টেস্ট-০২

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি - মডেল টেস্ট-০২


MODEL TEST: 02

Time : 80 minutes

Total Marks: 80

[ প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর এবং প্রতিটি ভূল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে ]

১। দক্ষিণ করিয়ার মুদ্রার নাম কি ?
     (ক) ইয়েন (খ) পেসো (গ) ইউয়ান (ঘ) উয়ন

২। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?
     (ক) বেরিং (খ) ফ্লোরিডা (গ) পাক (ঘ) জিব্রাল্টার

৩। কোনটি বিশ্বব্যাংকের অঙ্গ সংস্থা নয়? 
      (ক) IBRD (খ) IDA (গ) IMF (ঘ) IFC

৪। বিশ্ববিখ্যাত মোনালিসা চিত্রটির চিত্রকর কে? 
      (ক) মাইকেল এন্জেলা (খ) লিওনার্দো দ্যা ভিঞ্চি (গ) পাবলো পিকাসো (ঘ) ভ্যানগগ

৫। ২০২২ সালের বি্শ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয়? 
      (ক) ব্রাজিল (খ) আর্জেন্টিনা  (গ) কাতার (ঘ) রাশিয়া

৬। জাতিসংঘের বর্তমান মহাসচিব কে?
      (ক) এন্তেনি গুতেরেসে (খ) এ্যান্তেনি ডি কস্টা  (গ) এ্যান্তনি কারবেলি  (ঘ) এ্যান্তনি হপিং

৭। অস্ট্রেলিয়ার রাজধানী কোথায়?
     (ক) সিডনি (খ) মেলবোর্ন (গ) ব্রিসবেন (ঘ) ক্যানবেরা

৮। ইউনেস্কো’র প্রধান কার্যালয় কোথায়?
      (ক) নিউইয়র্ক (খ) জেনেভা (গ) প্যারিস (ঘ) রোম

৯। বাংলাদেশ কোন সালে বিশ্ব অলিম্পিক অ্যাসোসিয়েশন এর সদস্যপদ লাভ করে?
      (ক) ১৯৮০ (খ) ১৯৭৫ (গ) ১৯৭২ (ঘ) ১৯৭৪

১০। বাংলাদেশের মুক্তিযুদ্ধের নৌ-কমান্ড এর সেক্টর 
       (ক) সেক্টর-১ (খ) সেক্টর -১০ (গ) সেক্টর -১১  (ঘ) সেক্টর-২

১১। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি?
      (ক) সেন্ট মার্টিন (খ) ভোলা (গ) সন্দীপ (ঘ) মহেশখালী

১২। বুড়িমারী স্থল বন্দর কোন জেলায় অবস্থিত ?
      (ক) কুড়িগ্রাম (খ) রংপুর (গ) লালমনিরহাট (ঘ) নবাবগঞ্জ

১৩। বাংলাদেশের নির্মিতব্য পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার?
       (ক) ৬.১৫ কি.মি (খ) ৬.৩৫ কি.মি (গ) ৬.৫০ কি.মি (ঘ) ৬.৭৫ কি.মি

১৪। প্রাচীন “চন্দ্রদ্বীপ” এর বর্তমান নাম কি?
        (ক) নোয়াখালি (খ) বগুড়া  (গ) খুলনা (ঘ) বরিশাল 

১৫। ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল?
        (ক) ১৬১০ (খ) ১৫১০ (গ) ১৭৭০ (ঘ) ১৮১০

১৬। ইন্টারনেট কবে চালু হয়?
        (ক) ১৯৮১ সালে (খ) ১৯৭০ সালে (গ) ১৯৬০ সালে (ঘ) ১৯৬৯ সালে

১৭। হেপাটাইটিস বি ভাইরাস শরীরের কোথায় আক্রমণ করে?
        (ক) ফুসফুসে (খ) যকৃতে (গ) হৃদপিন্ডে (ঘ) অগ্নাশয়ে

১৮। কচু শাকে বিশেষভাবে যে উপাদানের থাকে তা কি?
        (ক) ফসফরাস (খ) লৌহ (গ) ক্যালসিয়াম (ঘ) আয়োডিন

১৯। HTML এর পূর্ন রুপ কি?
        (ক) High Time Made up Language (খ) Hyper Test Multi Language (গ) Hyper Test Mark up Language (ঘ)  High Teller Maximum Language

২০। মঙ্গল গ্রহের কয়টি উপগ্রহ আছে?
        (ক) ২টি (খ) ৩টি (গ) ৪টি (ঘ) কোন উপগ্রহ নাই।

২১। নিম্নরেখ কোন শব্দের কারণ কারনে শুন্য বিভক্তি ব্যবহৃত হয়েঅে
        (ক) ঘোড়াকে চাবৃক মার (খ) গাড়ি স্টেশন ছেড়েছে (গ) মষুল ধারে বৃষ্টি পড়েছে (ঘ) ডাক্তার ডাক।

২২। কোন ২টি আঘোষ ধ্বনি?
        (ক) ড,ঢ (খ) চ,ছ (গ) দ,ধ (ঘ) ব,ভ

২৩। অক্ষির সমীপে’র সংক্ষেপ হলো-
        (ক) প্রত্ক্ষ্য (খ) পরোক্ষ (গ) সমক্ষ (ঘ) নিরপেক্ষ

২৪। সাধু ভাষা সাধারণত কোথায় ব্যবহ্ত হয়?
        (ক) কবিতার পংক্তিতে (খ) গানের কলিতে (গ) গল্পের বর্ণনায় (ঘ) নাটকের সংলাপে

২৫। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
        (ক) সাহেব (খ) বেয়াই (গ) সঙ্গী (ঘ) কবিরাজ

২৬। দ্যুলোক শব্দের যথার্থ সন্ধি- বিচ্ছেদ কোনটি
        (ক) দুঃ+লোক (খ) দিব+লোক (গ) দ্বি+ লোক (ঘ) দ্বিঃ+লোক

২৭। কোন শব্দটি সিক্ত’র বিপরীত শব্দ?
        (ক) অর্জন (খ) বর্জন (গ) শুল্ক (ঘ) তীব্র

২৮। লঙ্কা বাটা এর সঠিক ব্যাস বাক্য কোনটি? 
        (ক) লঙ্কা ও বাটা (খ) যা লঙ্কা তাই বাটা (গ) লঙ্কার বাটা  (ঘ) বাটা যে লঙ্কা

২৯। যার কোন মূল্য নেই এর সমার্থক শব্দ কোনটি?
        (ক) ডাকা বুকো (খ) তুলসী বনের বাঘ (গ) কাঠের পুতুল (ঘ) ঢাকের বায়া

৩০। আশীবিষ কোন সমাসের উদাহরণ?
        (ক) বহুব্রীহি (খ) দ্বিগু (গ) দ্বন্দ্ব (ঘ) নিত্য 

৩১। ক্ষীয়মান এর বিপরীত শব্দ কি?
        (ক) বৃহৎ (খ) বর্ধিষ্নৃ (গ) বর্তমান (ঘ) বৃদ্ধিপ্রাপ্ত

৩২। “আনারস” কোন ভাষার শব্দ?
        (ক) ওলন্দাজ (খ) গুজরাটি (গ) পর্তুগিজ (ঘ) জাপানি

৩৩। কাঁদ + অন কোন প্রত্যয়ের অন্তগত ?
        (ক) কৃৎ প্রত্যয় (খ) তদ্ধিত প্রত্যয় (গ) সংস্কৃত তদ্ধিত প্রত্যয়  (ঘ) বাংলা কৃৎ প্রত্যয়

৩৪। ”চাঁদের হাট” বাগধারাটি অর্থ কি?
        (ক) সৌভাগ্য লাভ (খ) বিরাট আয়োজন (গ) আনন্দের প্রাচুর্য (ঘ) আনন্দ আয়োজন

৩৫। “ সকলের জন্য প্রযোজ্য “ এক কথায় প্রকাশ কি?
        (ক) সর্বজনীন (খ) সার্বজনীন (গ) সর্বজনস্বীকৃত (ঘ) সর্বজনগ্রাহ্য

৩৬। কোন বানান টি শুদ্ধ?
        (ক) শিরোচ্ছ্বেদ (খ) শিরচ্ছেদ  (গ) শিরশ্চেদ  (ঘ) শীরোশ্ছেদ

৩৭। ’কাদম্বিনী মরিয়া প্রমান করিল সে মরে নাই’কার লেখা লাইন?
        (ক) প্রমথ চৌধুরি (খ) মোহাম্মদ বরকতউল্লাহ (গ) মোতাহের হোসেন (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

৩৮। ’পথিক তুমি পথ হারাইয়াছ’- কার লেখা?
        (ক) কপালকুন্ডলা (খ) বিষবৃক্ষ (গ) দেবী চৌধরাণী (ঘ) কৃষ্ঞকান্তের উইল

৩৯। তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় -
        (ক) ১৮৪১ (খ) ১৮৪২ (গ) ১৮৫০ (ঘ) ১৮৪৩

৪০। দৃষ্টিহীন কার ছদ্মনাম?
        (ক) প্যারীচাদ মিত্র (খ) মধূসূদন দত্ত (গ) দক্ষিণারন্জন বসু (ঘ) বিহারীলাল চক্রবতী

৪১। preposition: He is blind ___ his son’s faults
       (ক) of (খ) to (গ) for (ঘ) with  

৪২। Select the right word. It is high time you ____ up smoking.
       (ক) give (খ) gave (গ) have given (ঘ) will give

৪৩। Which of the following sentences is correct?
        (ক) Why have you done this? (খ) Why you had done this?
         (গ) Why you have done this? (ঘ) Why did you done this?

৪৪। Choose the correct sentence.
        (ক) Everybody have gone there. (খ) Everybody are gone there. 
        (গ) Everybody has gone there. (ঘ) Everybody has went there.

৪৫। Choose the synonym for __ "Menacing"
     (ক) Encouraging (খ) Alarming (গ) Promising (ঘ) Auspicious

৪৬। Which is the noun of the word 'Beautiful'?
        (ক) Beautiful (খ) Beauty (গ) Beautifully (ঘ) Beautious

৪৭। 'Blue blood'meaning ___
        (ক) aristocratic birth (খ) scoundrel (গ) fresh blood (ঘ) blood of king .

৪৮। Choose the correct sentence ___
        (ক) The matter was informed to the police
        (খ) The matter has been informed to the polich
       (গ) The police were informed for the matter.
       (ঘ) The police were informed of the matter.

৪৯। Who is known as " the poet of nature" in English literature?
        (ক) Lord Tennyson (খ) John Milton (গ) Williams Wordsworth (ঘ) John Keats

৫০। Change the narration :I said , 'Do it.'
        (ক)i I said that it should be done (খ) I said do it.
        (গ) I said to that it is to be done. (ঘ) i ordered to do it.

৫১। Your conduct admits ______ no excuse.
        (ক) to (খ) for (গ) of (ঘ) at

৫২। Ths idiom 'put up with'means___
        (ক) staytogather (খ) tolerate (গ) keep trust (ঘ) protect

৫৩। What is the antonym of ' Queer'?
        (ক) Intergrated (খ) orderly (গ) Abnormal (ঘ) Old

৫৪। Which one is the correct preposition to be placed in the blank space of the sentence? We told him t call ___ a doctor.
        (ক) out (খ) on (গ) in (ঘ) for

৫৫। ’অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়’-কোন টি সঠিক অনুবাদ?
    (ক) Deat is preferatble before dishonour. (খ) Death is more better than dishonour.
         (গ) Death is preferable to dishonour. (ঘ) Death is more preferabel to dishonour.

৫6। 'Do not cry down your enemy ' বাক্যটির সঠিক বঙ্গানুবাদ কোনটি?
       (ক) শত্রুর মায়া কান্নায় ভুলে যেও না । (খ) শত্রুকে খাটো করে দেখ না।
       (গ) শত্রর সাথে মেলামেশা কর না ।  (ঘ) শত্রুথেকে দূরে থাক।   

৫7। Fill up the blank. "He ___ before my father went home".
        (ক) is arrive (খ) has arrived (গ) had arrived (ঘ) have arrived

৫8। "Who broke the pencil?" Which of the following is the best passive form of the above sentence? 
        (ক) By who was the pencil broken? 
       (খ) The pencil was broken by whom?  
       (গ) By whom was the pencil broken? 
       (ঘ) Who was broken the pencil?

৫৯। It is high time he (change) his bad habits.
        (ক) changing (খ) has changed (গ) changed (ঘ) has been changing.

৬০। What is the synonym of the word "Redemption"?
        (ক) for bidden (খ) salvation (গ) assumption (ঘ) award

৬১। কোন ক্ষুদ্রতম সংখ্যা কে ৪, ৫, ৬ দ্বারা ভাগ কররে প্রতিক্ষেত্রে ১ অবশিষ্ট থাকে?
        (ক) ৩১ (খ) ২৯ (গ) ৬১ (ঘ) ৫৯

৬২। ক ও খ এর বেতনের অনুপাত ৭:৫ । ক , খ অপেক্ষা ৪০০ টাকা বেশি বেতন পেলে খ এর বেতন কত?
        (ক) ৫০০ টাকা (খ) ৮০০ টাকা (গ) ৯০০ টাকা (ঘ) ১০০০ টাকা

৬৩। একটি দ্রব্য ৫০০ টাকায়  ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হল । দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হত?
        (ক) ১০০ টাকা (খ) ১১০ টাকা (গ) ১২০ টাকা (ঘ) ৫০ টাকা

৬৪। কোন পরীক্ষায় বাংলায় ৬০% এবং গণিতে ৫০% পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। যদি উভয় বিষয়ে ৪০% পরীক্ষার্থী কৃতকার্য হয় এবং উভয় বিষয়ে মোট ৬০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়ে থাকে, তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত?
        (ক) ১০০ জন (খ) ১৫০ জন (গ) ২০০ জন (ঘ) ২৫০ জন।

৬৫। x + y = 12 এবং x - y = 2 হলে xy এর মান কত? 
        (ক) 25 (খ) 70 (গ) 35 (ঘ) 140

৬৬। মতিন ও রাজীব একটি কাজ যথাক্রমে ৪দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শেষ করল এবং পারিশ্রমিক হিসাবে ৪৫০ টাকা পেল , মতিন কত টাকা পাবে?
        (ক) ২০০ টাকা (খ) ২৫০ টাকা (গ) ১৫০ টাকা (ঘ) ১৮০ টাকা

৬৭।  ৫০ থেকে ১০০ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে?
        (ক) ১০ টি (খ) ১২ টি (গ) ৯ টি (ঘ) ১৩ টি

৬৮। ১ + ৩ + ৫ + _ _ _ _ _ _ _ +২১ ধারাটির সমষ্টি কত?
        (ক) ১১২ (খ) ১২০ (গ) ১২১ (ঘ) ১১৯

৬৯। দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩:২ । বৃত্ত দুইটির ক্ষেত্রফল কত?
        (ক) ৩:২ (খ) ৩:৪ (গ) ৪:৯ (ঘ) ৯:৪

৭০। ৫৬ জন শ্রমিক একটি কাজ ২১ দিনে শেষ করতে পারে। ১৪ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কত জন শ্রমিক লাগবে?
        (ক) ২৮ জন (খ) ২৬ জন (গ) ২৪ জন (ঘ) ৩০ জন

৭১। একজন দোকানদার ৭.৫% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করল । যদি দ্রব্যটির ক্রয়মুল্য ১০% কম হত এবং বিক্রয়মুল্য ৩১ টাকা বেশি হতো , তাহলে তার ২০% লাভ হতো । দ্রব্যাটির ক্রয়মুল্য কত?
        (ক) ১০০ টাকা (খ) ২০০ টাকা (গ) ৩০০ টাকা (ঘ) ৪০০ টাকা 

৭২। চালের মূল্য ১২% কমে যাওয়ায় ৬০০০ টাকায় পূর্বের চেয়ে ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। ১ কুইন্টাল চালের বর্তমান দাম কত?
        (ক) ৭৫০ টাকা (খ) ৭০০ টাকা (গ) ৭২০ টাকা (ঘ) ৭৫ টাকা

৭৩। চিনির মূল্য ২০% কমে গেল । কিন্তু এর ব্যবহার ২০% বৃদ্ধি পেল । এতে চিরি বাবদ ব্যয় শতকরা কত বাড়ল বা কমলো?
        (ক) ৫% বাড়লো (খ) ৫% কমলো (গ) ৪% বাড়ল  (ঘ) ৪% কমলো

৭৪। ১৮ ফুট উচু খাটি এমনভাবে ভেঙ্গে গেল যে ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন  না হয়ে ভুমির সাতে ৩০ ডিগ্রি কোণে স্পর্শ করে। খুটিটি মাটি থেকে কত ফুট উচুতে ভেঙ্গেছে। 
        (ক) ১২ ফু্ট (খ) ১০ ফুট (গ) ৯ ফুট (ঘ) ৬ ফুট

৭৫। একটি বাশের অংশ লাল, অংশ কাল, ও অংশ সবুজ কাগজে আবৃত এবং অবশিষ্ট অংশ ২ মিটার হলে , বাঁশটির  দৈর্ঘ্য কত?
        (ক)  (খ)  (গ)  (ঘ)

৭৬। a-1a=3  হলে a2+1a2 এর মান কত?  
        (ক) 6   (খ) 7   (গ) 9   (ঘ) 11

৭৭। x2-3x+2 এর একটি উংপাদক কোনটি?  
        (ক) x=1   (খ) x-1   (গ) x+2   (ঘ) x-3

৭৮। ABC ত্রিভুজের AB=AC এবং A= হলে B=কত?  
        (ক) °   (খ) °   (গ) °   (ঘ) °

৭৯। AB পরস্পর সম্পুরক কোণ। A= 115° হলে B=কত?  
        (ক) 65°   (খ) 75°   (গ) 85°   (ঘ) 90°

৮০। একটি বর্গাকার ক্ষেত্রের পরীসীমা ৪৪ মিটার হলে এর ক্ষেত্রফল কত ?
        (ক) ৮৮ মিটার (খ) ১২০ মিটার (গ) ১২১ মিটার (ঘ) ১৩২ মিটার

Answer Key

Model Test – 02

 

01

N

02

K

03

M

04

L

05

M

06

K

07

N

08

M

09

K

10

L

11

L

12

M

13

K

14

N

15

K

16

N

17

L

18

L

19

M

20

K

21

K

22

L

23

M

24

N

25

N

26

L

27

M

28

N

29

N

30

K

31

L

32

M

33

K

34

M

35

K

36

L

37

N

38

K

39

N

40

L

41

L

42

L

43

K

44

M

45

L

46

L

47

K

48

N

49

M

50

N

51

M

52

L

53

L

54

M

55

M

56

L

57

M

58

M

59

M

60

L

61

M

62

N

63

K

64

M

65

N

66

M

67

K

68

M

69

N

70

K

71

L

72

M

73

N

74

N

75

M

76

N

77

L

78

L

79

K

80

M


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url