প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি - মডেল টেস্ট-০৩

 প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি - মডেল টেস্ট-০৩



প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি
MODEL TEST: 03
Time: 80 minutes
Total Marks: 80
[প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বব কাটা যাবে]


১. There is no alternative – training. 
       (ক) to (খ) for (গ) then (ঘ) of      
             
২. We sat ____ the teacher. 
        (ক) besides (খ) beside (গ) to (ঘ) for

৩. The correct negative form of the sentence “Every mother loves her child” is:
         (ক) Every mother does not like her child
         (খ) There is no mother who loves her child
         (গ) Every mother hates her child 
         (ঘ) There is no mother but loves her child

৪. The phrase ‘bed of roses’ means-
         (ক) hardship (খ) talented (গ) comfortable (ঘ) worthless

৫. Would you mind ________ a song?
         (ক) to sing (খ) sang (গ) sung (ঘ) singing

৬. Who is the author of 'Man and Superman'? 
         (ক) G.B. Shaw (খ) Thomas Hardy (গ) Earnest Hamingway (ঘ) Charles Dickens 

৭. He talks as if he _____ mad.
        (ক) . was (খ) were (গ) had been (ঘ) is

৮._____ water of this pond is clear.
         (ক) the (খ) a (গ) no article (ঘ) an

৯. Which one is correct?
        (ক) What do you prefer most? (খ) What do you prefer?
         (গ) What do you prefer more? (ঘ) What you prefer?

১০. Which one is correct sentence?  
         (ক) This is an unique case (খ) This is a unique case
         (গ) This is a very unique case (ঘ) This is the most unique case

১১. কোনটি সঠিক -  Indirect Speech? He said, “Do you know me”?               
     (ক) He inquired whether I know him 
     (খ) He asked me if I knew him
     (গ) He told me that if I know him
     (ঘ) He asked me that whether I know him 

১২. What is the verb form of danger?                                       
     (ক) dangle (খ) endanger (গ) dangerous (ঘ) dangerously

১৩. ‘We shall be taking tea’ বাক্যটি Passive voice হচ্ছে -                  
              (ক) Tea will be being taken by us
             (খ) Tea shall have been taken by us
             (গ) Tea should be being taken by us
             (ঘ) Tea should be taken by us

১৪. তার যেমন কথা তেমন কাজ-        
           (ক) He is true to his word (খ) He is true to his work 
           (গ) He is as true as his word (ঘ) He is so true as his work 

১৫. He _____ in at eleven o’clock last night.
          (ক) came (খ) has come (গ)  has been coming (ঘ) is coming

১৬. The correct spelling is ___ :
           (ক) consensus (খ) Dephteria (গ) Sattelite (ঘ) Jewellary

১৭. I _____ him yesterday.
          (ক) met (খ) have met (গ) had met (ঘ) would meet

১৮. The idiom ‘a snake in the grass’ means _____.
            (ক) a sleeping snake (খ) a dead snake (গ) a hidden enemy (ঘ) a harmless person

১৯. What is the meaning of the word ‘rapidly’?

           (ক) slowly (খ) smoothly (গ) carefully (ঘ) quickly

২০. The antonym of the word ‘rude’ is:
           (ক) bad (খ) beautiful (গ) Humble (ঘ) Rough

২১. আমিষ পরিপাক  হয়ে কী হয়?
       (ক) সাইট্রিক অ্যাসিড (খ) অ্যামাইনো অ্যাসিড (গ) ফ্যাটি অ্যাসিড (ঘ) ল্যাকটিক অ্যাসিড

২২.  বিগ ব্যাং তত্তে¡র ব্যাখ্যা উপস্থাপন করেন কে?
        (ক) জি লেমেটার  (খ) স্টিফেন হকিং  (গ) এডুইন হাবল  (ঘ) নিউটন

২৩. প্রতিধ্বনি হল শব্দের থথথথথথ বাস্তব উদাহরণ।
        (ক) প্রতিফলনের  (খ) অপবর্তনের  (গ) প্রতিসরণের (ঘ) সমাবর্তনের

২৪. নিচের কোন রোগটি পানিবাহিত রোগ?
        (ক) গলগÐ (খ) হেপাটাইটিস-অ (গ) কালাজ্বর (ঘ) টাইফয়েড

২৫. পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
         (ক) আটলান্টিক ও ভূমধ্যসাগরকে (খ) প্রশান্ত ও উত্তর মহাসাগরকে
          (গ) ভারত ও প্রশান্ত মহাসাগরকে (ঘ) আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে

২৬ বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি?
          (ক) সেইন্ট মার্টিন (খ) ভোলা (গ) মহেশখালী (ঘ) কুতুবদিয়া

২৭. ঞও এর সদর দপ্তর কোথায়?
         (ক) ম্যানিলা (খ) বার্লিন (গ) ব্যাংকক (ঘ) সিঙ্গাপুর

২৮. প্রাচীন কালে সমতট বলা হতো বোঝানো কোন অঞ্চলকে?
         (ক) বগুড়া ও দিনাজপুর (খ) চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম
          (গ) বৃহত্তর ময়মনসিংহ  (ঘ) কুমিল্লা ও নোয়াখালী

২৯. বাংলাদেশের একমাত্র “রকস মিউজিয়াম” কোথায় অবস্থিত?
         (ক) রাজশাহী জেলায়  (খ) নাটোর জেলায় (গ) পঞ্চগড় জেলা (ঘ) নীলফামারি জেলায়

৩০. বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল মুক্তিযুদ্ধে কত নং সেক্টর যুদ্ধ করেন?
        (ক) ২ নং (খ) ৭ নং (গ) ৮ নং (ঘ) ৪ নং

৩১.  সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক’ এর প্রতিষ্ঠাতা কে?
        (ক) ষ্টিফেন হকিংস  (খ) মার্ক জুকারবাগ (গ) মার্টিন কুপার  (ঘ) আলেকজান্ডার

৩২. বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয়-
        (ক) ২ মার্চ , ১৯৭১  (খ) ৭ মার্চ , ১৯৭১  (গ) ২৫ মার্চ, ১৯৭১  (ঘ) ২৬ মার্চ , ১৯৭১

৩৩. মোবারকপুর গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত?
        (ক) নরসিংদী  (খ) হবিগঞ্জ  (গ) পাবনা  (ঘ) ব্রাহ্মণবাড়িয়া

৩৪.  কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই?
        (ক) কলম্বিয়া  (খ) নিকারগুয়া  (গ) কোস্টারিকা  (ঘ) এল সলভাদর 

৩৫. দক্ষিণ তালপট্টি দ্বীপ বাংলাদেশের কোন নদীর মোহনায় অবস্থিত?     
        (ক) বলেশ্বর  (খ) হাড়িয়াভাঙ্গা (গ) ভৈরব  (ঘ) রূপসা

৩৬. পৃথিবীর সর্ববৃহৎ দ্বীপ কোনটি?                                     
         (ক) জাপান  (খ) অস্ট্রেলিয়া  (গ) নিউজিল্যান্ড (ঘ) গ্রীনল্যান্ড

৩৭. দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ-                                               
         (ক) উত্তর কোরিয়া (খ) দক্ষিণ কোরিয়া (গ) চীন (ঘ) ভিয়েতনাম

৩৮. নিচের কোনটি কম্পিউটারের একটি স্টোরেজ ডিভাইস?
         (ক) প্রসেসর (খ) হার্ডডিস্ক (গ) মনিটর (ঘ) মাউস

৩৯.  ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজী কত খ্রিস্টাব্দে বাংলাদেশ জয় করেন?
         (ক) ১২১০ (খ) ১২০৪ (গ) ১২১৫ (ঘ) ১২১২

৪০. সুইডেনের মুদ্রার নাম কী?
         (ক) ডলার  (খ) ক্রোনা  (গ) রুবল (ঘ) লিরা

৪১. “আভরণ” শব্দের অর্থ কি?
        (ক) আচ্ছাদন  (খ) রমণীয়  (গ) অনবরত  (ঘ) অলংকার

৪২. “নামাজ” শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
        (ক) আরবি  (খ) ফরাসি  (গ) ফারসি (ঘ) উর্দু

৪৩. শুদ্ধ বানানটি নির্দেশ করুন- 
        (ক) মুহুর্মুহু  (খ) মূহুর্মুহু  (গ) মুহমূর্হু  (ঘ) মুর্হুমূহু

৪৪. ‘সুনন্দ’ কার ছদ্মনাম?
        (ক) নারায়ণ গঙ্গোপাধ্যায় (খ) প্যারীচাঁদ মিত্র (গ) বিহারী লাল চক্রবর্তী (ঘ) মধুসুদন মজুমদার

৪৫. নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
        (ক) সমার্থে (খ) বৃহদার্থে (গ) ক্ষুদ্রার্থে  (ঘ) বিপরীতার্থে

৪৬. কোন বানানটি শুদ্ধ?
        (ক) মাষ্টার (খ) পোশাক (গ) জিনিষ (ঘ) পোষ্ট অফিস

৪৭.  নষ্ট হওয়া স্বভাব নয় যারÑ এককথায় কী হবে?
         (ক) অবিনশ্বর  (খ) নশ্বর  (গ) নষ্ট স্বভাব (ঘ) বিনষ্ট 

৪৮. চন্দ্রের প্রতিশব্দ নয়-
        (ক) সোম (খ) হিমাংশু (গ) সবিতা  (ঘ) দ্বিজরাজ

৪৯. ‘প্রসূন’ -এর প্রতিশব্দ ?
        (ক) ভ্রমর  (খ) পক্ষী (গ) পুষ্প (ঘ) ফল

৫০. ‘উদ্ধৃত’ শব্দটির সন্ধি বিচ্ছেদ- 
        (ক) উদ+ঋত  (খ) উৎ + হিৎ   (গ) উৎ + হৃত   (ঘ) উদ্ধৃ + ঋত

৫১. সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
    (ক) রূপতত্তে  (খ) বাক্যতত্তে   (গ) অর্থতত্তে   (ঘ) ধ্বনিতত্তে

৫২.‘বীনাপানি’ কোন সমাস?
      (ক) বহুব্রীহি (খ) অব্যয়ীভাব (গ) কর্মধারয় (ঘ) তৎপুরুষ

৫৩. ‘চাঁদের ন্যায় মুখ’ = চাঁদমুখ’ কোন প্রকার কর্মধারয় সমাস?
       (ক) রূপক  (খ) উপমিত  (গ) উপমান  (ঘ) মধ্যপদলোপী

৫৪. পৃথিবীতে কে কাহার?- এ বাক্যে “পৃথিবীতে” পদটি কোন কারকে কোন বিভক্তিতে নিষ্পন্ন?
       (ক) অপাদান কারকে পঞ্চমী বিভক্তি  (খ) কর্ম কারকে দ্বিতীয় বিভক্তি
       (গ) অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি (ঘ) করণ কারকে তৃতীয় বিভক্তি

৫৫. ‘সর্বজনে দয়া কর’- এখানে ‘সর্বজনে’ কোন কারকে কোন বিভক্তি?
       (ক) কর্তৃকারকে ৭মী (খ) কর্মকারকে ৭মী   (গ) অপাদানে ৭মী (ঘ) সম্প্রাদানে ৭মী

৫৬. উদ্ধৃতি চিহ্ন কোথায় বসে?
        (ক) বাক্যের শেষে    (খ) বিশ্লেষণাত্মক বাক্যের মাঝে
         (গ) সংলাপে  (ঘ) প্রশ্নবোধক বাক্যে  

৫৭. রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘সুলতানার স্বপ্ন’ কোন ধরনের গ্রন্থ?
        ক. কাব্য (খ) নাটক  (গ) উপন্যাস (ঘ) প্রবন্ধ

৫৮. আবু ইসহাকের বিখ্যাত উপন্যাস কোনটি?
        (ক) পদ্মা মেঘনা যমুনা (খ) বরফ গলা নদী (গ) সূর্যদীঘল বাড়ি (ঘ) শেষ রজনীর চাঁদ

৫৯. ‘কবর’নাটক কোন পটভূমিতে রচিত?
         (ক) উনসত্তরের গণঅভ্যুত্থান  (খ) বায়ান্নের ভাষা আন্দোলন
         (গ) বাষট্টির ছাত্র আন্দোলন  (ঘ) একাত্তরে মুক্তিযুদ্ধ

৬০. প্রথম সার্থক বাংলা উপন্যাসের রচয়িতা কে?
        (ক) বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়  (খ) মীর মশাররফ হোসেন
        (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর  (ঘ) মাইকেল মধুসূদন দত্ত

৬১. কোন সংখ্যার ৯ গুন থেকে ১৫ গুন ৫৪ বেশি?
        (ক) ৯  (খ) ১৫  (গ) ৫৪  (ঘ) ৬

৬২. +×÷× সরল করলে তার মান হবে-
        (ক) ১ (খ) ০    (গ) ১৫   (ঘ) ১২৫

৬৩. ৩০ লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত হবে ৩ : ৭?
        (ক) ৩০ লিটার (খ) ২৫ লিটার (গ) ৩৫ লিটার (ঘ) ৪০ লিটার

৬৪.2x-7<8 এবং 3x-11>8 হলে কী x এর মান পূর্ণ সংখ্যা কত?
       (ক) ৬  (খ) ৮  (গ) ৭  (ঘ) ৯

৬৫.  a-b = 3 হলে a3-b3-9ab= কত?
       ক) ২৩ (খ) ২৭ গ) ৩০ (ঘ) ৩৩.

৬৬. ১০ টি সংখ্যার যোগফল ৪৬২। এদের প্রথম চারটির গড় ৫২ এবং শেষ পাঁচটির গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত?
       (ক) ৫০ (খ) ৬০ (গ) ৬২  (ঘ) ৬৪

৬৭. বৃত্তস্থ চতুর্ভূজের একটি কোণ ৭০০ হলে বিপরীত কোণটির মান কত?
        (ক) ২০০  (খ) ২০০০ (গ) ১১০০ (ঘ) ২৯০০ 

৬৮.  সমকোনী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ (েগ)মি. হলে এর অতিভুজ-এর মান কত?
        (ক) ৬ সেঃমিঃ (খ) ৫ সেঃ মিঃ (গ) ৮ সেঃ মিঃ  (ঘ) ৭ সেঃমিঃ

৬৯. সরল হার সুদে ২০০ টাকার ৫ বছরের সুদ ও ৫০০ টাকার ৬ বছরের সুদ মোট ৩২০ টাকা হলে সুদের হার কত?
        (ক) ৬%  (খ) ৮% (গ) ১০% (ঘ) ১২%

৭০. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বাড়ানো হলো এবং প্রস্থ ২০% কমানো হলো। তবে ক্ষেত্রফল-
        (ক) অপরিবর্তিত থাকবে (খ) ৪% বাড়বে  (গ) ৪% কমবে  (ঘ) ২% কমবে

৭১.  4x+4x+4x+4x এর মান কত? 
        (ক)  (খ)  (গ)  (ঘ)  

৭২. কোন আসল ৩ বছরে সুদে-আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদে-আসলে ৫০০ টাকা হলে, শতকরা সুদের হার কত?
       (ক) ১০ টাকা  (খ) ২০ টাকা  (গ) ১৫ টাকা  (ঘ) ৫ টাকা

৭৩. একটি গহনার ওজন ৩২ গ্রাম। এর সোনার পরিমাণ ঃ তামার পরিমাণ = ৩ ঃ ১। এতে কি পরিমাণ সোনা মিশালে অনুপাত ৪ : ১ হবে?
       (ক) ২ গ্রাম  (খ) ৩ গ্রাম  (গ) ৫ গ্রাম (ঘ) ৮ গ্রাম

৭৪. দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩ : ২। বৃত্ত দু’টির ক্ষেত্রফলের অনুপাত কত?
       (ক) ২:৩  (খ) ৩ : ৪   (গ) ৪ : ৯  (ঘ) ৯ : ৪

৭৫. পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চার গুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশ গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
       (ক) ৬৫ এবং ১৪ বছর (খ) ৩২ এবং ৮ বছর  (গ) ৩৬ এবং ৯ বছর  (ঘ) ৪০ এবং ১০ বছর

৭৬. বার্ষিক % সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে, ৪ বছরে তা ৮২৬ টাকা হবে?
       (ক) ৪৫৮ টাকা  (খ) ৬৫০ টাকা  (গ) ৭০০ টাকা  (ঘ) ৭২৫ টাকা

৭৭. 30-{5-1(2-3)-3}-2 = কত?
       (ক) 29   (খ) 5   (গ) 20   (ঘ) 31   

৭৮. বৃত্তের একই চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কত গুণ?
       (ক) অর্ধেক  (খ) দ্বিগুণ  (গ) তিন গুণ  (ঘ) চার গুণ

৭৯. শতকরা ৫ টাকা হার সুদে ২০ বৎসরে সুদ-আসলে ৫০,০০০ টাকা হলে, মূলধন কত?
        (ক) ২০,০০০ টাকা  (খ) ২৫,০০০ টাকা   (গ) ৩০,০০০ টাকা  (ঘ) ৩৫,০০০ টাকা

৮০.  ১০ টি সংখ্যার যোগফল ৪৬২। তাদের প্রথম ৪ টার গড় ৫২ এবং শেষ ৫ টার গড় ৩৮। পঞ্চম সংথ্যাটি কত?
        (ক) ৬৪ (খ) ৬০  (গ) ৫০  (ঘ) ৬২


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url