প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি - মডেল টেস্ট-০১

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি - মডেল টেস্ট-০১


MODEL TEST: 01

Time: 80 minutes

Total Marks: 80

[প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বব কাটা যাবে]


১. I have a savings account _____ a bank.
       (ক) in (খ) at (গ) for (ঘ) with

২. Which one is a correct sentence?
       (ক) She is an imaginative girl. (খ)She is an imaginary girl.
       (গ) She is an imagining girl. (ঘ) She is an imaginable girl.

৩. ‘Succumb’ means –
       (ক) achieve (খ) submit (গ) win (ঘ) conqur

৪. If we had a boat, we _____ the river.
        (ক) would have crossed (খ) would cross
         (গ) crossed (ঘ) would crossed

৫. Who is the most famous satirist in English literature?
(ক) G. B. Shaw (খ) Jonathan Swift
(গ) Alexander Pope (ঘ) S. T. Coleridge 

৬. We shall ____ the work before he comes.
(ক) be finishing  (খ)finish (গ) have finished (ঘ) finished

৭. As he owed me money, he tried to avoid  ______ me.
(ক) meet (খ)meeting (গ) to meet (ঘ) met

৮. Find out the correct sentence. 
       (ক) I answered her as casual as I could  
       (খ) I answer her as casually I could 
       (গ) I answered her as casually as I can 
        (ঘ) I answered her as casually as I could 

৯. Maiden speech means-
        (ক) late speech (খ) early speech (গ) last speech (ঘ) first speech

১০. Which of the following sentences is correct? 
(ক) I forbade him from going (খ) I forbade him to go
(গ) I forbade him going (ঘ) I forbade him not to go.

১১. “Who can do it?” বাক্যটির Passive form কি হবে-
(ক) By whom it can be done? (খ) By whom can it be do?
(গ) Whom can it be did? (ঘ) By whom can it be done?

১২. Noun of the word brief is-
(ক) brevity (খ) Shortness  (গ) briefly (ঘ) None 

১৩. The opposite word of ‘sluggish’-
(ক) Animated (খ)  Dull (গ) Heavy (ঘ) Slow

১৪. The antonym of “indifference” is-
(ক) anxiety (খ) concern (গ) compassion  (ঘ) ardour

১৫. The correct spelling is ___ : 
           (ক) Humorious (খ) Humorous (গ) Humourius (ঘ) Humurious

১৬. Blue chips are-
(ক) Securities issued by the Government 
(খ) Industrial shares considered to be a risky investment 
(গ) Industrial shares considered to be a safe investment
(ঘ) None of these 

১৭. টাকায় টাকা আনে-প্রবাদটির শুদ্ধ ইংরেজী কি?
(ক)  Money being money (খ) Money begets money 
(গ)  Money makes money (ঘ) Money brings money

১৮. Fill in the blanks- 
    He is quite______ in dealing with people. 
          (ক)  Impotent (খ) unstable (গ)   Imprudent (ঘ) diplomatic 

১৯. Which of the following sentence is correct?
          (ক)  The rich is not always happy 
           (খ) The rich did not happy always
           (গ)  The rich are not always happy
           (ঘ) The riches is not always happy 

২০. What is the antonym of the word ‘Compulsory’?
(ক) Mandatory (খ)  Obligatory
(গ) Voluntary (ঘ)  Complimentary

২১. সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন?
       (ক) দেবপাল  (খ) ধর্মপাল  (গ) শশাংক (ঘ) রাজা গোপাল

২২. বাংলাদেশের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন?
       (ক) তাজউদ্দিন আহমেদ  (খ) জেনারেল এম এ জি ওসমানী
       (গ) এ এইচ এম কামরুজ্জামান (ঘ) সৈয়দ নজরুল ইসলাম

২৩. বঙ্গবন্ধু ৬-দফা দাবি পেশ করেন কত সালে?
        (ক). ১৯৪৭  (খ) ১৯৫২  (গ) ১৯৬৬  (ঘ) ১৯৭১

২৪. বাংলাদেশ ঈঞইঞ চুক্তিতে অনুমোদন করে কবে?
        (ক) ২৪ সেপ্টেম্বর, ১৯৯৬  (খ) ৭ মার্চ, ২০০০
        (গ) ১০ সেপ্টেম্বর, ১৯৯৫   (ঘ) ৩ জানুয়ারি, ১৯৯৮

২৫. ম্যাডোনা-৪৩ কি?
         (ক) প্রখ্যাত মডেল  (খ) একটি চিত্রকর্ম  (গ) একটি বিখ্যাত ভাস্কর্য   (ঘ) অস্কার বিজয়ী ফিল্ম

২৬. ‘স্বোপার্জিত স্বাধীনতা’স্থাপত্যটির স্থপতি কে? 
          (ক) আব্দুল্লাহ খালিদ (খ) হাশেম খান   (গ) শামীম সিকদার   (ঘ) আবু জাফর 

২৭. বাকল্যান্ড বাঁদ কোন নদীর তীরে অবস্থিত? 
         (ক) কর্ণফুলী  (খ) বুড়িগঙ্গা  (গ) মধুমতী   (ঘ) মহানন্দা 

২৮. বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম কী?
          (ক) BTTB (খ) BTCC (গ) BTCL (ঘ) BTRC

২৯. ভারতবর্ষের ‘ঘোড়ার ডাক’ প্রচলন করেন-                                 
         (ক) আকবর  (খ) মুহম্মদ বিন তোঘলক  (গ) শেরশাহ   (ঘ) আওরাঙ্গজেব 

৩০. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?                                       
       (ক) করতোয়া    (খ) ব্রহ্মপুত্র    (গ) মহানন্দা   (ঘ) গংগা

৩১. সুমাত্রা থেকে জাভাকে পৃথক করেছে কোন প্রনালী?
      (ক) মাকাসর প্রনালী  (খ) সুন্দা প্রনালী   (গ) মালাক্কা প্রনালী   (ঘ) কুক প্রনালী

৩২. বিশ্বে অধিক সীমান্তবেষ্টিত দেশ কোনটি?
         (ক) মিশর (খ) রাশিয়া (গ) চীন (ঘ) কাজাখিস্তান

৩৩.  কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভূক্ত নয়?
         (ক) ব্রাজিল   (খ) আর্জেন্টিনা   (গ) পেরু   (ঘ) পানামা

৩৪. ন্যাটো এর ২৯ তম সদস্য দেশ কোনটি?
       (ক) কসোভো    (খ) সার্বিয়া   (গ) আলজেরিয়া   (ঘ) মন্টিনিগ্রো

৩৫. কোন দুটির দেশের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়? 
        (ক) ভারত-রাশিয়া  (খ) ভারত-চীন  (গ) ভারত-বাংলাদেশ  (ঘ) ভারত-পাকিস্তান

৩৬. বিশ্বব্যাংকের SOFT LOAN WINDOW  হলোঃ
        (ক) MIGA   (খ) IBRD   (গ) IDA  (ঘ) IFC

৩৭. বস্তুর ওজন সবচেয়ে বেশি-
        (ক) মেরু অঞ্চলে  (খ) খনির ভিতরে   (গ) বিষুব অঞ্চলে (ঘ) পাহাড়ের উপর

৩৮. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
        (ক) শূন্যতায়  (খ) লোহায়  (গ) পানিতে  (ঘ) বাতাসে

৩৯. এনজিওপ্লাস্টি হচ্ছে-
        (ক) হৃৎপিন্ডের মৃত টিস্যু কেটে ফেলে দেয়া   (খ) হৃৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
        (গ) হৃৎপিন্ডের টিস্যুতে নতুন টিস্যু সংযোজন  (ঘ) হৃৎপিন্ডের নতুন শিরা সংযোজন

৪০. ফেসবুক প্রতিষ্ঠা করা হয় কত সালে?
        (ক) ২০০০  (খ) ২০০৩   (গ) ২০০৪  (ঘ) ২০০৫

৪১. “পার হইয়া”-এই ক্রিয়া পদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তরিত করলে কি হবে?
       (ক) পার হয়ে   (খ) পেরিয়ে   (গ) পারায়ে  (ঘ) পার হইয়ে

৪২. দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী কোন স্বরধ্বনি লোপ পেলে তাকে কি বলে?
      (ক) সমীভবন   (খ) সম্প্রকর্ষ  (গ) স্বরাগম   (ঘ) সবকয়টি

৪৩. ‘সূর্য’শব্দের সমার্থক শব্দ কোনটি?
        (ক)  সুধাংশ  (খ) বিধু (গ)  পন্নগ  (ঘ) আদিত্য

৪৪. ‘ফপর দালালি’-এর বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
        (ক)  ঠোঁট কাটা   (খ) কান্ডজ্ঞানহীন   (গ)  গায়ে পড়ে মাতব্বরী (ঘ) ধনের অহংকার

৪৫. কোনটি নিরাময় শব্দের সন্ধি বিচ্ছেদ?
      (ক) নিরা+ময়   (গ) নির+আময়  (গ) নির+ময়  (ঘ) নিঃ+আময়

৪৬. বাক্যে সেমিকোলন (;) থাকলে কতক্ষণ থামতে হয়?
       (ক) ১ বলতে যে সময় লাগে  (খ) এক সেকেন্ড   (গ) ১ বলার দ্বিগুণ সময়   (ঘ) থামার প্রয়োজন নেই।

৪৭. নিচের কোন বানানটি শুদ্ধ?
         (ক) ক্ষুৎপীড়িত   (খ) ক্ষুৎপিড়িত  (গ) ক্ষুতপীড়িত (ঘ) ক্ষুৎপিড়ীত

৪৮. ‘টীকা ভাষ্য’ অর্থ -
         (ক)  ব্যাখ্যা বিশ্লেষণ    (খ) সারকথা  (গ)  উৎস খোঁজা  (ঘ) নির্ঘণ্ট

৪৯. ‘সংশয়’-এর বিপরীত শব্দ কোনটি?
          (ক) বিস্ময়   (খ) নির্ভয়   (গ) দ্বিধা   (ঘ) প্রত্যয়

৫০. ‘উগ্র’ এর বিপরীত শব্দ থথথথথ 
        (ক)  অনুগ্র   (খ) সৌম  (গ)  ধীর   (ঘ) স্থির

৫১. ‘মুক্তি’ শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
       (ক)  মুচ্ + তি   (খ)  মুক্ + ক্তি   (গ) মুক  + তি    (ঘ) মুচ্ + ক্তি

৫২. “লাঠালাঠি কোন সমাস”?
        (ক) প্রাদি সমাস   (খ) ব্যতিহার বহুব্রীহি সমাস  (গ) তৎপুরুষ সমাস  (ঘ) কর্মধারায় সমাস

৫৩. ‘কাকনিদ্রা’ শব্দটির অর্থ কি?
        (ক) অগভীর সতর্ক নিদ্রা  (খ) কাকের নিদ্রার ন্যায় (গ) অনিষ্ট চিন্তা  (ঘ) কপট নিদ্রা

৫৪. ‘নিশীথ রাতে বাজছে বাঁশি.’এখানে নিরেখ শব্দটি পদ? 
        (ক) বিশেষ্য  (খ) বিশেষণ  (গ) সর্বনাম (ঘ) অব্যয়

৫৫. ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসটির রচয়িতা কে?
        (ক) বলাইচাঁদ মুখোপাধ্যায় (খ) আবু জাফর শামসুদ্দীন  (গ) সিকান্দার জাফর (ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ

৫৬. কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি? 
        (ক) ব্যথার দান   (খ) বাঁধন হারা  (গ) মৃত্যুক্ষুধা  (ঘ) রিক্তের বেদন

৫৬.  ‘জিজ্ঞাসিবে জনে জনে’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন্ কারকে কোন্ বিভক্তি?
        (ক) অপাদানে সপ্তমী (খ) কর্মে সপ্তমী  (গ) করণে সপ্তমী  (ঘ) কর্তায় সপ্তমী

৫৭. ‘যা অধ্যয়ন করা হয়েছে।’-এক কথায় কী হবে?
        (ক) পঠিত  (খ) অধীত  (গ) অধ্যয়িত (ঘ) অধ্যায়িত

৫৮. ‘সংস্কৃতির ভাঙ্গা সেতু’  গ্রন্থ কে রচনা করেছেন ? 
        (ক) মোতাহের হোসেন চৌধুরী  (খ) বিনয় ঘোষ (গ) আখতারুজ্জামান ইলিয়াস (ঘ) রাধারমণ মিত্র
 
৫৯.  ‘সুন্দও হে, দাও দাও সুন্দর জীবন হউক দূও অকল্যাণ সকল অশোভন।’-চরণ দুটির কার লেখা?
         (ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) কাজী নজরুল ইসলাম (গ) গোলাম মোস্তফা (ঘ) শেখ ফজলুল করিম

৬০. মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন কী
         (ক) চর্যাপদ  (খ) ছোটগল্প  (গ) মঙ্গল কাব্য  (ঘ) চতুর্দশপদী কবিতা

৬১. দু’টি সংখ্যার অর্ধকের যোগফল ৫১। তাদের পার্থক্যের এক চতুর্থাংশ ১৩। সংখ্যা দ’ুটি কত?
       (ক) ৫২, ৭০ (খ) ২৬, ৭৫  (গ) ২৫, ৬৬  (ঘ) ২৫, ৭৭

৬২. একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি ও প্রস্থ ১০% হ্রাস করা হলে, ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? 
      (ক)  ৮% বৃদ্ধি  খ) ৮% হ্রাস  (গ) ১০% বৃদ্ধি  (ঘ) কোন পরিবর্তন হয়নি

৬৩. ৪০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রনের অনুপাত ৬ ঃ ২। ঐ মিশ্রনে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত  ২:৬ হবে?
        (ক) ৭০ লিটার  (খ) ৮০ লিটার  (গ) ৯০ লিটার  (ঘ) ৯৮ লিটার

৬৪. x+1x=4 হলে x4+1x4   এর মান কত?
        (ক) ১৪৯ (খ) ১৪৭  (গ) ১১৯ (ঘ) ১৯৪

৬৫.  ত্রিভূজের যে কোন দুটি মধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজটি -
          (ক) বিষমবাহু ত্রিভুজ (খ) সমদ্বিবাহু ত্রিভুজ (গ) সমবাহু ত্রিভুজ (ঘ)সমকোণী ত্রিভুজ

৬৬. logx324=4 হলে, x মান কত ?
       (ক)  (খ)  (গ)    (ঘ)  

৬৭. একটি চৌবাচ্চায় দু’টি নল দ্বারা যথাক্রমে ২০ মিনিটে এবং ৩০ মিনিটে পূর্ণ হতে পারে। নল দুটি এক সঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে?
       (ক) ১২ মিনিট  (খ) ১৫ মিনিট  (গ) ১৮ মিনিট  (ঘ) ২১ মিনিট

৬৮. বার্ষিক ৫% হার সুদে কত টাকার মাসিক সুদ ১০০ টাকা হবে?
       (ক) ২৩,০০০ টাকা (খ) ২৪,০০০ টাকা  (গ) ৩৪,০০০ টাকা (ঘ) কোনটিও নয়

৬৯. কোন সংখ্যার তিন চতুর্থাংশের এক পঞ্চামাংশের মান ৬০। সংখ্যাটি কত?
        (ক) ৩০০ (খ) ৪০০  (গ) ৫০০  (ঘ) ৬০০

৭০. চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনিভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধিপেল না। ঐ পরিবার চিনি খাওয়া খরচ শতকরা কত কমিয়েছিল ?
       (ক)  ২২%   (খ) ২৫% (গ)  ২০%   (ঘ) ৩০%

৭১.a+b+c = 0 হলে a3+b3+c3 এর মান কত ?
       (ক)  ধনপ  (খ) ৩ধনপ (গ) ৬ধনপ (ঘ) ৯ধনপ

৭২. ১০টি সংখ্যার যোগফল ৪৬২। এদের প্রথম ৪টির গড় ৫২ এবং শেষের ৫টির গড়, ৩৮ পঞ্চর সংখ্যাটি কত?
         (ক) ৬০ (খ) ৬৪ (গ) ৬৮  (ঘ) ৭২

৭৩. নিম্নের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫, ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ১ ? 
         (ক) ৭১  খ.৪১ (গ) ৩১ ঘ.৩৯

৭৪. তিনটি ক্রমিক সংখ্যার গুনফল ৬০ হলে সংখ্যা তিনটির যোগফল হবে ? 
          (ক)  ১২  খ.১৫  (গ) ১৬  ঘ.২০

৭৫. তিন পুত্রের বয়সের গড় ১৬ বছর। পিতাসহ পুত্রদের বয়সের গড় ২৫ বছর। পিতার বয়স কত? 
      (ক)  ৪৫ বছর  (খ) ৪৮ বছর  (গ)  ৫০ বছর  (ঘ) ৫২ বছর 

৭৬. কোন পরিবারে ১২ জন সদস্যের ২৪ দিনের খাবার আছে। ৪ জন অতিথি আসলে ঐ খাদ্যে সদস্যদের মোট কতদিন চলবে? 
          (ক)  ১২ দিন   (খ) ১৪ দিন   (গ)  ১৬ দিন   (ঘ) ১৮ দিন 

৭৭. মাতা ও কন্যার বয়সের সমষ্টি ৬০ বছর। ৫ বছর আগে মাতার বয়স কন্যার বয়সের ৪ গুণ ছিল। ৭ বছর পর মাতার বয়স কত হবে? 
         (ক) ৩৫  (খ) ৪০  (গ) ৪২  (গ) ৫২

৭৮.  টাকায় ১০ টি দরে লেবু ক্রয় করে ৮ টি দরে বিক্রয় করলে শতকরা লাভ হবে?
        (ক) ২০%  (খ) ২৫%  (গ) ১০%  (ঘ) ১৫%

৭৯.  ৪০ টাকায় ১০ টি কলা কিনে ২৫% লাভে বিক্রি করলে ১ টি কলা কত টাকায় বিক্রি করতে হবে? 
        (ক) ৮ টাকা  (খ) ৭ টাকা  (গ) ৬ টাকা  (ঘ) ৫ টাকা

৮০. a(a+b), a2(a-b)এর গ.  সা. গু কত?
        (ক) a2(খ) a(গ)a2-b2 (ঘ) a2(a2-b2)

 

Answer Key

Model Test – 01

 

01

N

02

K

03

L

04

L

05

L

06

M

07

L

08

N

09

N

10

L

11

K

12

K

13

K

14

N

15

L

16

M

17

L

18

N

19

M

20

M

21

L

22

K

23

M

24

L

25

L

26

M

27

L

28

M

29

M

30

K

31

L

32

M

33

N

34

N

35

N

36

M

37

K

38

L

39

L

40

M

41

L

42

L

43

N

44

M

45

N

46

M

47

K

48

K

49

N

50

L

51

N

52

L

53

K

54

L

55

N

56

L

57

L

58

M

59

N

60

M

61

N

62

K

63

L

64

N

65

L

66

L

67

K

68

L

69

L

70

M

71

L

72

L

73

M

74

K

75

N

76

N

77

N

78

L

79

N

80

L

 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url