উইন্ডোজ অপারেটিং সিস্টেম কোন কোম্পানির তৈরি?

উইন্ডোজ অপারেটিং সিস্টেম কোন কোম্পানির তৈরি?

windows operating system

এই লেখাটি থেকে আমরা যে বিষয়গুলো জানব তা হলো- Microsoft, windows এর জনক কে? উইন্ডোজ অপারেটিং সিস্টেম কোন কোম্পানি তৈরি করে? ইত্যাদি ।

বর্তমানে কম্পিউটার সফটওয়ার জগতে সবচেয়ে নামকরা প্রতিষ্ঠান হলো মাইক্রোসফট। ১৯৭৫ সালে বিল গেটস (Bill Gates) এবং তার বন্ধু পল অ্যালেন মিলে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন। আশির দশকের শুরুতে আইবিএম একক ব্যবহারকারীর কাজের জন্য কম্পিউটার  তৈরির সিদ্ধান্ত নেয়। এই কম্পিউটারে অপারেটিং সফটওয়ার হিসেবে  MS DOS ব্যবহারের সিদ্ধান্ত নেয়। ১৯৮১ সালে আই বিএম থেকে বের হঢে PC নামক কম্পিউটার যা কম্পিউটার  জগতে যুগান্তকারী পরিবর্তন আনে ।মাইক্রোসফট এর CEO নাম নাদেলা ।

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন

মাইক্রোসফট কেন বিখ্যাত?

উঃ বিখ্যাত অপারেটিং সফটওয়ার উইনডোজ এর জন্য বিখ্যাত।

কত সালে মাইক্রোসফট প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৯৭৫ সালে মাইক্রোসফট প্রতিষ্ঠা হয়।

মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা কে?

উঃ বিল গেটস (Bill Gates) এবং তার বন্ধু পল অ্যালেন মিলে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন।

মাইক্রোসফটের সিও ( CEO) কে?

 উঃ নাদেলা। 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url