জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম -

হাতে লেখা পুরাতন জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম -
জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম

আজকে আমরা জানব- হাতে লেখা পুরাতন জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম। আমাদের জন্ম নিবন্ধন অনলাইনে না থাকলে কিভাবে করবেন জানুন।

আপনার প্রিন্ট করা বা হাতে লেখা জন্ম নিবন্ধনটি অনলাইনে নেই?  আপনার জন্ম নিবন্ধন অনলাইনে না থাকলে কি করবেন? জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম বা  ডিজিটাল করার নিয়ম বিস্তারিত জানতে সম্পূর্ণ লেখাটি পড়ুন।
  
বর্তমানে পুরাতন বা হাতে লেখা নিবন্ধন সনদ তেমন কোন কাজে ব্যবহার হচ্ছে না। সব খানে ডিজিটাল বা অনলাইন জন্ম সনদ ব্যবহৃত হয়। তাই আপনার জন্ম নিবন্ধন তথ্য অবশ্যই ডিজিটাল বা অনলাইনে থাকতে হবে। অর্থাৎ জন্ম নিবন্ধন ডিজিটাল বা অনলাইনকৃত হতে হবে
তাহলে আপনার জন্ম নিবন্ধন অনলাইনে আছে কিনা কিভাবে জানবেন- বা  জন্ম নিবন্ধন সনদ কিভাবে যাচাই করবেন? 

জ্ন্ম নিবন্ধন পোর্টাল


হাতে লেখা পুরাতন জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম -
জন্ম নিবন্ধন অনলাইনে না থাকলে কি করতে হবে
হাতে লেখা পুরাতন জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম

হাতে লেখা জন্ম নিবন্ধনের তথ্য অনলাইন বা ডিজিটাল বা ডাটাবেইজে পাওয়া না গেলে, আপনাকে প্রথমেই নিশ্চিত হতে হবে যে, আপনার জন্ম নিবন্ধন নম্বরটি ১৭ ডিজিট নাকি ১৩ ডিজিট। যদি ১৩ ডিজিট হয় তাহলে প্রথম ৪ ডিজিট আপনার জন্ম সাল হবে। নিবন্ধন নম্বরটি (সঠিক হওয়া স্বত্ত্বেও)নিবন্ধন তথ্য অনলাইনে পাওয়া না গেলে - bdris.gov.bd ওয়েবসাইট থেকে আবার নতুনভাবে জন্ম নিবন্ধনের আবেদন করতে হবে।

আপনার পুরাতন ও হাতে লেখা জন্ম নিবন্ধন নম্বরটি যদি ১৬ ডিজিটের হয়ে হলে, ১৬ ডিজিটের নম্বরটি ১৭ ডিজিট করতে হবে।

তারপর আপনার জন্ম নিবন্ধনটি  bdris.gov.bd ওয়েবসাইট থেকে যাচাই করে দেখুন এটি অনলাইনে আছে কিনা। যদি অনলাইনে থাকে,তাহলে শুধুমাত্র ইংরেজি নাম ও ঠিকানা যুক্ত করার আবেদন করলেই চলবে। এক্ষেত্রে নতুন জন্ম নিবন্ধন করতে হবে না।

আর যদি আপনার তথ্যসমূহ বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই থাকে, তাহলে আর কিছু করার প্রয়োজন হবে না। এটি তাহলে ইতোমধ্যেই অনলাইন করা আছে। তবে যদি কোন ভুল থাকে তাহলে তা সংশোধন করার আবেদন করতে পারেন।

কিছুদিন পূর্বেও যাদের জন্ম অর্থাৎ ২০০১ বা তার পর, তাদের জন্ম নিবন্ধন অনলাইন করা বা নতুন নিবন্ধনের জন্য আগে পিতা-মাতার জন্ম নিবন্ধন অনলাইন করা প্রয়োজন ছিল। একটি বিষয় বলে রাখা দরকার, সে নিয়মটি বর্তমানে বাতিল করা হয়েছে।
আর এজন্য এখন থেকে যে কেউই পিতা-মাতার জন্ম নিবন্ধন ছাড়া জন্ম নিবন্ধন করতে পারবেন। আবেদন করার পূর্বে যাচাই করে নিতে হবে আপনার বাবা মায়ের নিবন্ধন অনলাইন করা আছে কিনা? জন্ম নিবন্ধন অনলাইনে আছে কিনা যাচাই করুন- 

আপনার জন্ম ২০০০ সাল বা তার পূর্বে হয়ে থাকলে, আপনার বাবা মায়ের জন্ম নিবন্ধন থাকা বাধ্যতামূলক নয়। এক্ষেত্রে আবেদনের সময় পিতা-মাতার নাম লিখে দিলেই হবে। অনলাইনে নতুন জন্ম নিবন্ধনের আবেদন কিভাবে করতে হয় তার পুরো টিউটোরিয়াল নিচে দেওয়া হল- 
অনলাইনে জন্ম নিবন্ধন ফরম পূরণ করার নিয়ম

জন্ম নিবন্ধন অনলাইনে না থাকলে কি করতে হবে ?
যদি অনলাইনে আপনার জন্ম নিবন্ধন তথ্য খুঁজে পাওয়া না যায়, বা  যদি আপনি নিশ্চিত হন যে আপনার নিবন্ধন তথ্য অনলাইন ডাটাবেইজে না পান তাহলে আপনাকে অবশ্যই নতুনভাবে জন্ম নিবন্ধনের জন্য অনলাইনে আবেদন করতে হবে। এর বিকল্প অন্য কোন উপায় নেই। 

কেন আপনার জন্ম নিবন্ধন তথ্য অনলাইনে পাওয়া যায়নি
পূর্বে ইউনিয়ন পরিষদ এবং পৌরসভায় রেজিস্টার বইতে নাগরিকদের বা আমাদের তথ্যসমূহ হাতে লিখে সংরক্ষণ করা হত। পরে বাংলাদেশ সরকার এই রেজিস্টারকৃত অনলাইন করার জন্য সিদ্ধান্ত নেয়।

অনলাইনে জন্ম নিবন্ধন তথ্য আপলোড করার জন্য, হাতে লেখা এসব তথ্যগুলোকে ম্যানুয়েলি অনলাইনে তথ্য পূরণ করতে হয়। তখন, ভুলবশত কারো তথ্য বাদ পরে যেতে পারে এজন্য সচেতন থাকতে হয়। এমনভাবে হয়তো আপনার জন্ম সনদের তথ্যটি বাদ পড়েছে। আর তাই আপনার জন্ম নিবন্ধন তথ্য থাকা সত্ত্বেও অনলাইনে আপনার তথ্য পাওয়া যাচ্ছেনা।

আরো একটি কারণ হতে পারে আপনার কাছে যে জন্ম নিবন্ধন নম্বরটি আছে তা হয়তো ভুল হয়েছে। আপনি আপনার ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিসে আপনার সমস্যাটি জানালে কর্তৃপক্ষ আপনার তথ্যগুলো অনলাইনে আপলোড করবেন।

জন্ম নিবন্ধন অনলাইন নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর-

কিভাবে জন্ম নিবন্ধন অনলাইন করা যায়?
জন্ম নিবন্ধন অনলাইন করার জন্য প্রথমেই যাচাই করতে হবে জন্ম নিবন্ধন অনলাইনে আছে কি না? অনলাইনে থাকলে, শুধুমাত্র আপনার ইংরেজি তথ্য (নাম, পিতা, মাতা, জন্মস্থান ও ঠিকানা ইংরেজিতে) সংযোজন ও ভুল তথ্য থাকলে তা  সংশোধন করার আবেদন করতে হবে। আর  যদি  অনলাইনে না থাকে সম্পূর্ণ নতুনভাবে নিবন্ধনের আবেদন করতে হবে।

জন্ম নিবন্ধন ডিজিটাল করবো কিভাবে?
জন্ম নিবন্ধন ডিজিটাল বা অনলাইন করা এ দুটি  বিষয় আসলে একই কথা। জন্ম নিবন্ধন ডিজিটাল করার জন্য শুধুমাত্র আপনার তথ্যসমূহ ইংরেজি তথ্য সমুহ যুক্ত করার জন্য জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করতে হবে।

জন্ম নিবন্ধন নিয়ে আরো তথ্য

অনলাইনে জন্ম নিবন্ধন ফরম পূরণ করার নিয়ম ?
জন্ম নিবন্ধন সংশোধন নিয়ম-
জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করার নিয়ম
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম
জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয়
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url