হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (HRM) শীর্ষক প্রশিক্ষণ কোর্স ২০২৩

হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (HRM) শীর্ষক প্রশিক্ষণ কোর্স ২০২৩

ü  কোর্সের মেয়াদ: ২৩-০৯-২০২৩ হতে ২৭-০৯-২০২৩ খ্রি: পর্যন্ত (০৫ দিন)

ü  ক্লাশের সময়: সকাল: .০০ টা হতে বিকাল: .০০ টা পর্যন্ত

কোর্সের উদ্দেশ্য:

শিল্প প্রতিষ্ঠানের বিকাশ উন্নয়নের অপরিহার্য উপাদান হলো দক্ষ জনশক্তি। কর্মীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে উৎপাদন কাজে গতিপ্রাপ্ত হয় এবং প্রতিষ্ঠানের অভিষ্ঠ  লক্ষ্য অর্জন সম্ভব হয়। কিন্তু এই সাফল্য নির্ভর করে কর্মীদেরকে সঠিভাবে গড়ে তোলা দক্ষতার সাথে পরিচালনা করার উপর। এই কোর্সের মাধ্যমে প্রশিক্ষণার্থী কর্মী ব্যবস্থাপনার নীতি, আদর্শ, কলা-কৌশল সম্পর্কে জ্ঞান লাভ করবে এবং প্রতিষ্ঠানের কর্মীদের পরিকল্পিতভাবে দক্ষতার সাথে প্রতিষ্ঠান পরিচালনায় সক্ষম হবে।

কোর্সের মাধ্যম: বিটিআই প্রশিক্ষণ রুমে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের সশরীরে ক্লাশ করার সুযোগ দেওয়া হবে এবং নির্বাচিত অন্যান্য প্রার্থীগণ Zoom আ্যাপের মাধ্যমে অনলাইনে ক্লাশ করার সুযোগ পাবেন। কোর্স ফি জমা দানের পর Zoom ID পাসওয়ার্ড দেয়া হবে।

কোর্সের বিষয়:

  •    মানব সম্পদ ব্যবস্থাপনা উন্নয়ন
  • 2.       এইচ আর প্লানিং
  • 3.       কর্মী নিয়োগ
  • 4.       কর্মী নির্বাচন পদোন্নতি
  • 5.       মানবিক আচরণ
  • 6.       সোশ্যাল কমপ্লয়েন্স,
  • 7.       প্রশিক্ষণ পদ্ধতি
  • 8.       কর্মী মূল্যায়ন ইত্যাদি।

ঋণ সহায়তা:  সফলভাবে কোর্স সমাপ্তির পর সনদপত্র বিতনণ এবং সম্ভাবনাময় যোগ্য উদ্যোক্তাগণকে বিসিকের নিজস্ব তহবিল কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ প্রাপ্তিতে সহায়তা করা হবে।


শিক্ষাগত যোগ্যতা:  ন্যূনতম এইচএসসি পাস। আবেদনের জন্য সর্বশেষ শিক্ষাগত সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ০১ (এক) কপি ছবি লাগবে।

কোর্স ফি: সশরীরে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের জন ,৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা এবং অনলাইনে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের জন্য ,০০০/- (এক হাজার) টাকা।


আবেদনের নিয়ম:

সরাসরি বিটিআই উপস্থিত অথবা নিচের বিকাশ নম্বরের মাধ্যমে রেজিস্ট্রশন করা যাবে। বিকাশ নম্বর: ০১৭৭৯৩৫৬৭৭৩ (জনাব মোঃ আবদুল হক চৌধুরী)

আবেদনের শেষ তারিখ: ২২-০৯-২০২৩ খ্রি:, বিকাল .৩০। ক্লাস শুরু: ২৩-০৯-২০২৩ খ্রি: সকাল টা।



যোগাযোগ : (সকাল--বিকাল-.৩০ টা) :

·         হুসনে আরা তালুকদারকোর্স সমন্বয়কারী +৮৮০১৭১৬৮৬৭৩৪৪,

·         মোআবদুল হক চৌধুরী মোবা: +৮৮০১৭৭৯৩৫৬৭৭৩

·         কাজী শাহীনূর আলমকোর্স পরিচালকমোবা০১৭৩১৪১২৫০০৪৮৯৬৪০৯৬  

আবাসন: ডরমিটরীতে নিজ খরচে স্বল্পমূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা রয়েছে। সফলভাবে কোর্স সমাপ্তিতে সরকারি সনদপত্র প্রদান করা হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url