ভরকেন্দ্র কি?

ভরকেন্দ্র কি?

এই লেখাটিতে আজকে আমরা আলোচনা করব - ভরকেন্দ্র কাকে বলে? বা ভরকেন্দ্র কি? বা ভরকেন্দ্র ইংরেজী বা ভরকেন্দ্র নির্ণয়ের সূত্র  এবং আরো অনেক বিষয়।
ভরকেন্দ্র কাকে বলে?
ভরকেন্দ্র কাকে বলে?

ভরকেন্দ্র কাকে বলে?

ত্রিভুজের কোণ একটি শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাকে মধ্যমা বলা হয়। ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু । মধ্যমা তিনটি ত্রিভুজের একটি বিন্দুতে মিলিত হয়। এই মিলিত বিন্দুই উক্ত ত্রিভূজের ভরকেন্দ্র। 

অন্যভাবে, কোন বস্তুর প্রতিটি কনার উপর ক্রিয়াশীল মাধ্যাকর্ষণ বলের লব্ধি ঐ বস্তুর যে বিন্দু দিয়ে যায় তাকেই বা সেই বিন্দু কে ঐ বস্তুর ভরকেন্দ্র বলা হয়। ত্রিভুজের মধ্যমাগুলো ত্রিভুজটির ভরকেন্দ্র বরাবর ছেদ করে। 
ভরকেন্দ্র নির্ণয়ের সূত্র
অর্থাৎ কোন বস্তুর প্রতিটি কনার উপর ক্রিয়াশীল মধ্যাকর্ষণ বলের লব্ধি ঐ বস্তুর যে বিন্দু দিয়ে যায় তাকেই বা সেই বিন্দুই ঐ বস্তুর ভরকেন্দ্র। 

ভরকেন্দ্রের ইংরেজী

ভরকেন্দ্র এর ইংরেজী center of gravity।

সেন্ট্রিয়ড বা কেন্দ্র এবং ভরকেন্দ্র মুলত একই বিষয়। তবে বিভিন্ন জ্যামিতিক ক্ষেত্র যেমনঃ ত্রিভুজ, আয়তক্ষেত্র ইত্যাদির বেলায় বলা হয় সেন্ট্রিয়ড বা কেন্দ্র বা ভরকেন্দ্র। পক্ষান্তরে, দৃশ্যমান গঠন বিবেচনা করে ওজন আছে অথবা সহজ কথায় বাস্তবিক আকার আছে সে সব পদার্থ যেমনঃ  কাঠ, টেবিল, চেয়ার, তক্তা, রড, খাতা, বই, কলম, ইট ইত্যাদির ক্ষেত্রে ভরকেন্দ্র শব্দটি বহার করা হয়। 
ভরকেন্দ্র ইংরেজী
সবশেষে বলা যায়, কোন বস্তুর সবগুলো কণার উপর ক্রিয়াশীল অভিকর্ষবল বা মাধ্যাকর্ষণ বলের লব্ধি ঐ বস্তুর যে বিন্দু দিয়ে যায় তাকেই বা সেই বিন্দু কেই ঐ বস্তুর ভরকেন্দ্র বলে।
তো আজকে আমরা বুঝতে পারলাম  যে, ভরকেন্দ্র কাকে বলে? ভরকেন্দ্র কাকে বলে? বা ভরকেন্দ্র কি? বা ভরকেন্দ্র ইংরেজী বা ভরকেন্দ্র নির্ণয়ের সূত্র এবং আরো অনেক বিস্তারিত বিষয়। যদি আমাদের এই লেখাটি আপনাদের ভালো লাগে তাহলে অব্যশই, আমাদের বাকি পোস্ট গুলো ভিজিট করবেন!
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url