ইনটেল কর্পোরেশন- Intel Corporation কত সালে প্রতিষ্ঠিত হয়?

ইনটেল কর্পোরেশন- Intel Corporation


ইনটেল কর্পোরেশন- Intel Corporation কত সালে প্রতিষ্ঠিত হয়?
Intel Corporation

এখানে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে চলেছে তা হলো- 
ইন্টেল কোন দেশের কোম্পানি? ইন্টেল কি? ইন্টেল মাদারবোর্ড? ইন্টেল প্রসেসরের দাম? ইন্টেল ৩৮৬ মাইক্রোপ্রসেসর? ইন্টেল 4004 কি জন্য ব্যবহৃত হয়? Intel 4004 কত বিটের? 80386 মাইক্রোপ্রসেসর কি? Intel 4004 মাইক্রোপ্রসেসর কে আবিষ্কার করেন?

ইনটেল কর্পোরেশন- Intel Corporation
ইনটেল সম্পর্কে প্রথমেই আমাদের মনে যে প্রশ্নটি তৈরি হয় তা হলো- ইন্টেল কি? ইনটেল হলো একটি প্রযুক্তি বিষয়ক কোম্পানি। ইনটেল কোম্পানি তাদের যুগান্তকারী বেশ কিছু তথ্য প্রযুক্তি বিষয়ক গবেষণা কাজের জন্য বিখ্যাত । এখন ইন্টেল কোম্পানির সারা জাগানো কিছূ ডিভাইস নিয়ে আলোচনা করব।-   তাদের তৈরি ডিভাইসগুলোর মধ্যে অন্যতম হলো- ইন্টেল মাদারবোর্ডইন্টেল মাদারবোর্ড সারা পৃথিবীতে বাজার দখল করেছে। বাংলাদেশ সহ এশিয়ার সবকটি দেশে ইন্টেল মাদারবোর্ড ব্যবহারকারীদের সংখ্যা বেশ ভাল । এখন আমাদের প্রশ্ন হতে পারে যে- ইন্টেল প্রসেসরের দাম কত? বাংলাদেশের বাজারে ইন্টেল প্রসেসরের দাম দাম ২০০০ টাকা থেকে ৪০০০ টাকা বা তার বেশি হতে পারে। ইন্টেল এর একটি পন্য ইন্টেল ৩৮৬ মাইক্রোপ্রসেসর যা ১৯৮৫ সালে রিলিজ করা হয়।  ২৭৫০০০ ট্রানজিস্টার সমন্বিত ইন্টেল ৩৮৬ মাইক্রোপ্রসেসর টি ৩২ বিটের । ইন্টেল কর্পোরেশনের প্রথম মাইক্রোপ্রসেসর বাজারে এসেছিল ১৯৭১ সালে যা ছিল ইন্টেল 4004 মাইক্রোপ্রসেসর। ইন্টেল 4004 কি জন্য ব্যবহৃত হয় - এটি কম্পিউটারে প্রোগাম যোগ্য প্রসেসর হিসাবে ব্যবহ্নহ হয় । Intel 4004 কত বিটের? Intel 4004 ৪ বিটের ডিভাইস ছিল। 80386 মাইক্রোপ্রসেসর কি? 80386 মাইক্রোপ্রসেসর হল একটি 32-বিট প্রসেসর যা একটি চক্রে 32-বিট অপারেশন চালানোর ক্ষমতা রাখে। এটির প্রতিটি 32-বিটের একটি ডেটা এবং ঠিকানা বাস রয়েছে। ইন্টেল কর্পোরেশন এর আর একটি প্রসেসর যা ১৬ পিন সিরামিক ডুয়েল ইন লাইন প্যাকেজ এর যা ৪০০৪ প্রসেসর। প্রথম বানিজ্যিক ভাবে বাজারজাতকরণের জন্য তৈরি করা হয়। এখন প্রশ্ন হতে পারে Intel 4004 মাইক্রোপ্রসেসর কে আবিষ্কার করেন? ইন্টেল ৪০০৪ প্রসেসর টি ডিজাইন নকশা এর তৈরির জনক ছিল  ফেদেরিকো ফ্রাগিন।  ইনটেল কর্পোরেশন ( Intel Corporation) একটি মার্কিন বৈশ্বিক প্রযুক্তি কোম্পানি। এটি বিশ্বের সর্ববূহৎ সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠন। আমরা নিশ্চয়ই বুজতে পারছি ইন্টেল কোন দেশের কোম্পানি? এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রযুক্তি বিষয়ক কোম্পানি। এটি মাইক্রোপ্রসেসর এক্স-৮৬ সিরিজের প্রস্তুতকারক। যা বেশির ভাগ ব্যক্তিগত কম্পিউটার (PC) ব্যবহূত হয়। ১৮ জুলাই , ১৯৬৮ সালে ইন্টেল প্রতিষ্ঠিত হয়। এই কোম্পানি শুরু করেন সেমিকন্ডাক্টরের অগ্রগামি রবার্ট নয়েস গর্ডন মুর এবং এন্ড্রু গুড। যুক্তরাষ্টে্রর ক্যালিফোর্নিয়া র সান্টা ক্লারা তে এর সদর দপ্তর অবস্থিত । 

ইন্টেল কোম্পানি সম্পর্কে কিছু সাধারণ প্রশ্ন-

ইন্টেল কোন দেশের কোম্পানি?

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রযুক্তি বিষয়ক কোম্পানি।

ইন্টেল কি? 

ইনটেল হলো একটি প্রযুক্তি বিষয়ক কোম্পানি। ইনটেল কোম্পানি তাদের যুগান্তকারী বেশ কিছু তথ্য প্রযুক্তি বিষয়ক গবেষণা কাজের জন্য বিখ্যাত ।

ইন্টেল মাদারবোর্ড ?

বহুল ব্যবহ্নত একটি প্রযুক্তি বিষয়ক ডিভাইস যা কম্পিউটারে ব্যবহ্নত হয়।  
ইন্টেল প্রসেসরের দাম?
২০০০ টাকা থেকে ৪০০০ টাকা। 
Intel 4004 কত বিটের? 
৩২ বিটের ।

Intel 4004 মাইক্রোপ্রসেসর কে আবিষ্কার করেন।

ইন্টেল ৪০০৪ প্রসেসর টি ডিজাইন নকশা এর তৈরির জনক ছিল  ফেদেরিকো ফ্রাগিন
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url