অ্যাপলের প্রতিষ্ঠাতা কে?

 অ্যাপল ইনকর্পোরেটেড- Apple Incorporation এর প্রতিষ্ঠা।



আজকে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে যাচ্ছি তা হলো-
অ্যাপল কি? অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা কে? বা অ্যাপলের প্রতিষ্ঠাতা কে? বা অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতা কে? বা অ্যাপল কোম্পানির জনক কে? অ্যপল এর প্রতিষ্ঠাতা কে? অ্যাপল কম্পিউটার কোন দেশের প্রতিষ্ঠান? কোন দেশের আইফোন সবচেয়ে ভাল? অ্যাপল কম্পিউটার কত সালে প্রতিষ্ঠিত হয়? এবং অন্যান্য।

অ্যাপল ইনকর্পোরেটেড _ Apple Incorporation বর্তমান সময়ে আলোচিত বহুজাতিক তধ্য প্রযুক্তি নির্মান কোম্পানিগুলো মধ্যে অন্যতম।  এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কৃপারটিনোতে অবস্থিত। ১৯৭৬ সালের ১ এপ্রিল অ্যাপেল প্রতিষ্ঠিত হয়। অ্যাপেল ইনকর্পোরেটেড - Apple Incoporation এর প্রতিষ্ঠাতা স্টিভ জভস , রোনাল্ড ওয়েইন ও স্টিভ ওজনিয়াক। স্টিভ জবসকে পার্সোনাল কম্পিউটার বিপ্লবের পথিকূৎ বলা হয়। স্টিভ জবসের অমর উক্তি-  Innovation distngusishes between a leader and a follower( নতুন কিছু করার ক্ষমতা নেতা ও অনুসারীর মধ্যে পার্থক্য গড়ে দেয় )

কিছু গুরুত্বপূর্ণ সাধারণ প্রশ্ন-

১। অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা কে? বা

  অ্যাপলের প্রতিষ্ঠাতা কে? বা

  অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতা কে? বা
  অ্যাপল কোম্পানির জনক কে? বা
  অ্যপল এর প্রতিষ্ঠাতা কে?

  উঃ  অ্যাপল ইনকর্পোরেশন - Apple Incoporation এর প্রতিষ্ঠাতা স্টিভ জভস , রোনাল্ড ওয়েইন ও স্টিভ ওজনিয়াক। স্টিভ জবসকে পার্সোনাল কম্পিউটার বিপ্লবের পথিকূৎ বলা হয়।


২। অ্যাপল কম্পিউটার কোন দেশের প্রতিষ্ঠান?

  উঃ ইংরেজিতে কোম্পানির নাম  Apple Incoporation।  .অ্যাপল ইনকর্পোরেটেড হলো একটি বিখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি যেটি ইলেকট্রিক,  অনলাইন সেবা ডিজাইন, কম্পিউটার সফটওয়্যার, এবং ডেভলপ ও বিক্রি করে থাকে।


৩। কোন দেশের আইফোন সবচেয়ে ভাল?

  উঃ আইফোন এর বিবেচনায় অনেক দেশ এগিয়ে থাকতে পারে কিন্তু অধিকতর ভাল আইফোন কোন দেশের তা মূল্যায়ন করা বেশ কঠিন। তবে অনেকের দাবি চীনে একত্রিতকৃত বা সংযোজনকৃত আইফোন যা বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহ করা হয়ে থাকে , সেগুলোর মান অপেক্ষাকৃত ভাল । প্রকৃতপক্ষে কোন দেশের আইফোন ভাল তা বলা যুক্তিযুক্ত নয়।


৪। অ্যাপল কম্পিউটার কত সালে প্রতিষ্ঠিত হয়?

  উঃ ১এপ্রিল, ১৯৭৬ সালে স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক, রোনাল্ড ওয়েন মিলে অ্যাপল কোম্পানি প্রতিষ্ঠা করেন। আনুষ্ঠানিকভাবে অ্যাপল কম্পিউটার দিয়ে অ্যাপল কোম্পানির যাত্রা শুরু হয়। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url