আইবিএম ( IBM) এর ইতিহাস ।

আইবিএম কোম্পানির জানা -অজানা কথা। 

শুরুটা ছিল অনেক ছোট পরিসরে। ধীরে ধীরে তা আজকের তথ‌্য প্রযুক্তির বড় একটি কোম্পানিতে পরিণত হয়েছে। 

এই লেখাটির মাধ‌্যমে বিশ্ববিখ‌্যাত আইবিএম কোম্পানি সম্পর্কে খুটিনাটি বিষয়গুলো জানার চেষ্টা করব। 

আইবিএম

হরিলিথ ১৮৯৬ সালে টেবুলেটিং মেশিন কোম্পানি নামক একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। হরিলিথ এর এই প্রতিষ্ঠানের সাথে আরো দুটি কোম্পানির সম্মিলনে ১৯১১ সালে আইবিএম কোম্পানির জন্ম হয়। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ‌্যের আর্মংক নামক স্থানে অবস্থিত ।

 আইবিএম এর বিখ‌্যাত আবিষ্কারসমুহের মধ‌্যে উল্লেখ‌্যযোগ‌্য কয়েকটি হলো - এটিএম, হার্ডডিস্ক ও ফ্লপি ডিস্ক ই‌ত‌্যাদি বিশেষভাবে উল্লেখ‌্যযোগ‌্য। আইবিএম কে বিগ ব্লু ( Big Blue )বলা হয়। 

১৯৮৪ সালে আইবিএম দ্বিতীয় প্রজন্মের বিখ‌্যাত কম্পিউটার IBM PC ( IBM - Personal Computer / Advance Technology ) বাজারজাত করে।  


বিশ্বের জনপ্রিয় আইবিএম কোম্পানি সম্পর্কে কিছু সাধারণ প্রশ্ন_

১। IBM stand for _____?

    উত্তরঃ IBM- International Business Machine Co .

২। বিশ্ব বিখ‌্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি?

    উত্তরঃ আইবিএম। 

৩। আইবিএম এর প্রতিষ্ঠাতা কে?

    উত্তরঃ হরিলিথ।

৪। তথ‌্য প্রযুক্তির কোন প্রতিষ্ঠানকে বিগ ব্লু বলা হয়?

    উত্তরঃ আইবিএম। 

৫। আইবিএম কোম্পানির আবিষ্কারগুলো কি কি?

    উত্তরঃ এটিএম, হার্ডডিস্ক ও ফ্লপি ডিস্ক ই‌ত‌্যাদি।

৬। কত সালে আইবিএম কোম্পানির জন্ম হয়?

    উত্তরঃ ১৯১১ সাল।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url