অ্যাভোগাড্রো প্রকল্প কি? অ্যাভোগ্যাড্রোর সংখ্যা কি? অ্যাভোগ্যাড্রোর সংখ্যার গুরুত কি?

অ্যাভোগাড্রো প্রকল্প  কি? অ্যাভোগ্যাড্রোর সংখ্যা কাকে বলে?অ্যাভোগ্যাড্রোর সংখ্যা কে আবিষ্কার করেন? অ্যাভোগ্যাড্রোর সংখ্যার গুরুত কি?
অ্যাভোগাড্রো প্রকল্প  কি? অ্যাভোগ্যাড্রোর সংখ্যা কি? অ্যাভোগ্যাড্রোর সংখ্যার গুরুত কি?

আজকের এই লেখাটিতে আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় গুলো- অ্যাভোগাড্রো প্রকল্প  কি? অ্যাভোগ্যাড্রোর সংখ্যা কাকে বলে? অ্যাভোগ্যাড্রোর সংখ্যা কে আবিষ্কার করেন? অ্যাভোগ্যাড্রো সংখ্যার মান কত? অ্যাভোগ্যাড্রোর সংখ্যার গুরুত কি?

অ্যাভোগাড্রো প্রকল্প  কি?

অনেক আগে থেকেই বিজ্ঞানীরা অণু , পরমাণু সম্পর্কে নানা ধরনের মন্তব্য করে আসছে। এসব মন্তব্য কিছুটা পরস্পর বিরোধী। অষ্টাদশ শতাব্দিতে দিকে গ্যাসের আয়তন, অণু, পরমাণু নিয়ে ব্যপক গবেষণা হয়েছে। ইতালিয় বিজ্ঞানী অ্যামেদিও অ্যাভোগ্যাড্রো ১৮১১ সালে মলিকিউলার থিওরি প্রণয়ন করেন। পরবর্তীতে তা অ্যাভোগ্যাড্রোর প্রকল্প নামে পরিচিত হয়।

”একই চাপে ও উষ্ণতায় সমআয়তনে যে কোন গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকে।”

অ্যাভোগ্যাড্রোর প্রকল্প অনুসারে,
কোন নির্দিষ্ট উষ্ণতা  এবং চাপে V আয়তনের অক্সিজেন গ্যাসে যদি  N সংখ্যক অণু থাকে তাহলে একই উষ্ণতা ও চাপে V আয়তনের নাইট্রোজেন, ক্লোরিন, হাইট্রোজেন এবং অন্য সকল গ্যাসেও  N সংখ্যক অণু থাকবে।
অর্থাৎ 
একই চাপ ও উষ্ণতায় 1 cc (এক কিউবিক বা এক ঘন সেন্টিমিটার) অক্সিজেনের মধ্যে যদি n সংখ্যক অণু থাকে, তবে  1 cc অ্যামোনিয়ার (NH3) মধ্যে বা 1 cc কার্বন ডাই-অক্সাইডের (CO2) মধ্যেও সেই একই n সংখ্যক অণু থাকবে । 

বিজ্ঞানী বার্জেলিয়াস এর প্রকল্পটি সংশোধন করে বিজ্ঞানী অ্যাভোগ্যাড্রো এই প্রকল্পটি প্রকাশ করেন।
সুতরাং অ্যাভোগ্যাড্রোর প্রকল্পটি -
”উষ্ণতা ও চাপ সমান হলে সমআয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণূ থাকে ” 
এটি ই অ্যাভোগ্যাড্রোর প্রকল্প নামে পরিচিত।

অ্যাভোগ্যাড্রোর সংখ্যা কাকে বলে? বা
অ্যাভোগ্যাড্রো ধ্রুবকের মান কত?

এক গ্রাম যে কোন মৌলিক বা যৌগিক পদার্থের পরিমান এর মধ্যে সমান সংখ্যক অণু বর্তমান থাকে। এই সংখ্যাকে অ্যাভোগ্যাড্রো সংখ্যা বলা হয়। 

অ্যাভোগ্যাড্রোর সংখ্যা কে আবিষ্কার করেন?

আমেরিকান বিজ্ঞানী মিলিকন  ” অ্যাভোগ্যাড্রোর সংখ্যা ” আবিষ্কার করেন?

অ্যাভোগ্যাড্রো সংখ্যার মান কত?

অ্যাভোগ্যাড্রো সংখ্যাকে N দ্বারা প্রকাশ করা হয়।
অ্যাভোগ্যাড্রো সংখ্যা  N এর মান হলো-  .×-৩।
১ অণু পানি বা ১৮ গ্রাম পানির মধ্যে N সংখ্যক অণু থাকে। আবার বলা যায় ৪৪ গ্রাম কার্ব ডাইঅক্সাইড এর মধ্যে অণুর সংখ্যা হলো .×-৩।

অ্যাভোগ্যাড্রোর সংখ্যার গুরুত্ব কি?

বিজ্ঞানের বিভিন্ন শাখায় অ্যাভোগ্যাড্রোর সংখ্যার গুরুত্ব উল্লেখযোগ্য। যেমন-
  • অ্যাভোগ্যাড্রোর সংখ্যার সাহায্যে  গ্রাম অণু , গ্রাম পরমাণু , পারমাণবিক ভর, আণবিক ভরের সংজ্ঞা দেওয়া যায়।
  • উদ্ভিদ নির্গত অক্সিজেন এবং নাইট্রোজেন সহ সকল উপাদানের নির্দিষ্ট চাপ, তাপমাত্রায় ও অ্যাভোগ্যাড্রো সংখ্যার সাহায্যে তাদের আয়তন সম্পর্কে ধারণা লাভ করা যায়।
  • বায়োলজিক্যাল সিস্টেমে অন্তর্গত যেকোন কঠিন, তরল বা বায়বীয় পদার্থের গ্রাম-অণুতে অ্যাভোগ্যাড্রোর সংখ্যার সমান অণু থাকে।
  • জীববিজ্ঞানে পানি একটি গুরুত্বপূর্ণ উপাদান । এই গুরুত্বপূর্ণ উপাদান নিয়ে ধারণা করতে অ্যাভোগ্যাড্রোর সংখ্যা নীতি প্রয়োগ করা হয়।
  • অ্যাভোগ্যাড্রো নীতি অনুযায়ী এক মোল যে কোন গ্যাস আর অন্য একটি যেকোন গ্যাসের সমান আয়তন দখল করে।
  • অ্যাভোগ্যাড্রোর সংখ্যার মাধ্যমে গ্যাসিয় পদার্থের আণবিক ভর নির্ণয় করা যায়। আণবিক ভর নির্ণয় করার মাধ্যমে গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব পাওয়া যায়। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url