৭ম শ্রেণীর বিজ্ঞানের ১ম অধ্যায়ের M. C. Q. প্রশ্ন ও সমাধান।

৭ম শ্রেণীর বিজ্ঞানের ১ম অধ্যায়ের M. C. Q.  প্রশ্ন ও সমাধান।

৭ম শ্রেণীর বিজ্ঞানের ১ম অধ্যায়ের M. C. Q.  প্রশ্ন ও সমাধান।
 M. C. Q. বিজ্ঞান  বইয়ের ১ম অধ্যায় - নিম্নশ্রেণির জীব এর  ( M. C. Q. )  এম. সি. কিউ. আলোচনা করা হয়েছে। গুরুত্বপূর্ণ  M. C. Q. এর সমাধান পেতে এই আলোচনা খুব গুরুত্বপূর্ণ। 

১। কোনটির সাহায্যে অনুজীবকে দেখা যায়?
ক. ক্যামেরা                খ. দূরবীক্ষণ যন্ত্র
গ.  নভোবীক্ষণ যন্ত্র      ঘ. অনুবীক্ষণ যন্ত্র

২। পঞ্চবাজ্য প্রস্তাবনায় অনুজীবদের মনেরা প্রোটিস্টা ও ছত্রাকে স্থাপন করেছেন কে?
ক. মারগুলিস ও হুইটেকার    খ. রবার্ট হুক
গ. মেন্ডেল                              ঘ. অ্যারিস্টটল

৩। প্রকৃতকোষী জীবের উদাহরণ -
 i. শৈবাল, ছত্রাক  ii. ভাইরাস, শৈবাল
 iii. ছত্রাক, প্রোটোজোয়া
নিচের কোনটি সঠিক
ক. i ও ii     খ. i ও iii
গ. ii ও iii    ঘ. i, ii ও iii

৪। মারগুলিস ও হুইটেকারের পঞ্চবারজ্য প্রস্তাবনায় অনুজীবকে রাখা হয়েছে যে রাজ্য তা হল-
i. প্লান্টি  ii. মনেরা
iii. প্রোটিস্টা
নিচের কোনটি সঠিক
ক. i ও ii     খ. i ও iii
গ. ii ও iii     ঘ. i, ii ও iii

৫। সুগঠিত কেন্দ্রিকা থাকে-
 i. শৈবাল কোষে  ii. ব্যাক্টেরিয়া কোষে
 iii. ছত্রাকের কোষে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii     খ. i ও iii
গ. ii ও iii     ঘ. i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও। 
বিজ্ঞান শিক্ষক ক্লাশে অনুজীব সম্পর্কে পড়াচ্ছিলেন যার কোষের কেন্দ্রিকা সুগঠিত হয়। 

৬। যে অনুজীবের কথা বলা হয়েছে তা কোন রাজ্যের?
ক. এক্যারিওটা      খ. প্রোক্যারিওটা
গ. ইউক্যারিওটা    ঘ. প্লান্টি 

৭। অনুজীবটি-
i. ভাইরাস ii. ব্যাক্টেরিয়া
iii. আদিকোষী
নিচের কোনটি সঠিক
ক. i ও ii        খ. i ও iii
গ. ii ও iii      ঘ. i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ০৮ ও ০৯ নং প্রশ্নের উত্তর দাও। 

জয়া তার বাবার সাথে তার মামার মুরগির খামার দেখতে গিয়ে দেখল যে খামারে মুরগির সংখ্যা অনেক কমে গেছে আর যেগুলো আছে সেগুলোও অসুস্থ। জয়া জিজ্ঞেস করলে তার মামা বলল এগুলো এমন একটি মারাত্বক রোগে আক্রান্ত হয়েছে যে, এগুলোকে মেরে মাটিতে পুতে রাখতে হয়।


৮। উদ্দিপকে উল্লেখিত রোগ টির নাম কি ?
ক. বার্ড ফ্লু        খ. সোয়াইন ফ্লু 
গ. রাণীক্ষেত       ঘ. কলেরা 

৯। উদ্দীপকে উল্লেখিত রোগটি-
i. বিভিন্ন কীটপতঙ্গ এ রোগে আক্রান্ত হয় ii. বিভিন্ন পশু এ রোগে আক্রান্ত হয়ে
iii. বিভিন্ন পাকি এ রোগে আক্রান্ত হয়। 
নিচের কোনটি সঠিক
ক. i ও ii         খ. i ও iii
গ. ii ও iii        ঘ. i, ii ও iii

১০। ভাইরাস শব্দের অর্থ কী?
ক. মধু      খ. পোকা
গ. ফল     ঘ. বিষ 

১১। ভাইরাসের শ্রেণীবিন্যাস করা হয় কিসের ভিত্তিতে?
ক. আকারের   খ. গঠনের
গ. কাজের       ঘ. অবস্থানের

১২। ভাইরাসের দেহে কোনটি থাকে?
ক. নিউক্লিয়াস     খ. সাইটোপ্লাজম 
গ. স্পর্শক            ঘ. প্লাজমালেমা 

১৩। কোনগুলো ভাইরাস জনিত রোগ?
ক. বসন্ত , কলেরা   খ. জলাত্ঙ্ক
গ. হার্পিস, হাম        ঘ. ইনফ্লুয়েন্জা 

১৪। ভাইরাস কোন রাজ্যের সদস্য? 
ক. প্রোক্যারিওটা   খ. এক্যারিওটা 
গ. ইউক্যারিওটা     ঘ. এনিম্যালিওটা

১৫। কোন বিজ্ঞানী সর্বপ্রথম ব্যাক্টেরিয়া দেখতে পান?
ক. লিউয়েনহুক              খ. ডেভিড প্রেইন
গ. ক্যারোলাস লিনিয়াস  ঘ. জর্জ বেন্থাম

১৬। রক্ত আমাশয় সৃষ্টিকারী ব্যাক্টেরিয়ার নাম কি? 
ক. T2 ফায      খ. TMV
গ. ব্যাসিলাস    ঘ. কমা

১৭। মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে কে?
ক. ছত্রাক       খ. ভাইরাস
গ. ব্যাক্টেরিয়া  ঘ. শৈবাল

১৮। কোন অনুজীবটি পাটের আঁশ ছাড়াতে সাহায্য করে?
ক. ভাইরাস  খ. ব্যাক্টেরিয়া
গ. শৈবাল     ঘ. ছত্রাক

১৯। কোনটির কোষে সুগঠিত কেন্দ্রিকা অনুপস্থিত ?
ক. ভাইরাস  খ. ব্যাক্টেরিয়া 
গ. শৈবাল     ঘ. ছত্রাক 

২০। গোলাকৃতির ব্যাক্টেরিয়া দ্বারা কোন রোগ সৃষ্টি হয়?
ক. কক্কাস   খ. ব্যাসিলাস 
গ. কমা        ঘ. স্পাইরিলাস

২১। কক্কাস ব্যাক্টেরিয়া দ্বারা কোন রোগ সৃষ্টি হয়?
ক. কলেরা         খ. নিউমোনিয়া  
গ. ধনুস্টংকার   ঘ. আমাশয় 

২২। ব্যাসিলাস ব্যাক্টেরিয়া কোন আকারের?
ক. গোলাকার   খ. দন্ডাকার
গ. কমার মত   ঘ. প্যাচানো 

২৩। কমা আকৃতির ব্যাক্টেরিয়া দ্বারা মানুষের কোন রোগ হয়?
ক.  হাম     খ. ধনুস্টংকার 
গ. কলেরা  ঘ. ডায়রিয়া 

২৪। প্যাচানো ব্যাক্টেরিয়া কী বলে?
ক. কক্কাস    খ. ব্যাসিলাস
গ. কলেরা     ঘ. স্পাইরিলাম

২৫। ভাইরাসকে এক্যারিওটা রাজ্যে স্থান দেওয়ার কারন হল-
i. এরা অকোষীয় ii. এরা প্রাককেন্দ্রিক
iii. এরা সালোকসংশ্লেষী 
নিচের কোনটি সঠিক
ক. i ও ii    খ. i ও iii
গ. ii ও iii    ঘ. i, ii ও iii

২৬। ভাইরাসর দেহে অনুপস্থিত -
i. কোষপ্রাচীর ii. সাইটোপ্লাজম
iii. প্লাজমালেমা 
নিচের কোনটি সঠিক
ক. i ও ii    খ. i ও iii
গ. ii ও iii    ঘ. i, ii ও iii

২৭। প্রোটিন ও নিউক্লিক এসিড দিয়ে তৈরি অণুজীবের থাকে -
i. মাথা ii. লেজ
iii. স্পর্শকতন্তু
নিচের কোনটি সঠিক
ক. i ও ii    খ.i ও iii
গ. ii ও iii    ঘ. i, ii ও iii

২৮। দন্ডের ন্যায় ব্যাক্টেরিয়া -
i. কলেরা সৃষ্টি হয় ii. ধনুস্টংকার সৃষ্টি হয়
iii. রক্ত আমাশয় সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii   খ.i ও iii
গ. ii ও iii   ঘ. i, ii ও iii

২৯। আদিকোষী, অসবুজ অণুজীবগুলো - 
i. মৃত জীবদেহ পঁচায় ii. দই তৈরিতে ব্যবহ্নত হয়
iii. এন্টিবায়োটিক তৈরিতে ব্যবহ্নত হয়
নিচের কোনটি সঠিক
ক. i ও ii   খ.i ও iii
গ. ii ও iii   ঘ. i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩০ ও ৩১ নং প্রশ্নের উত্তর দও।
শিক্ষক ক্লাসে একটি অণুজীব সম্পর্কে পড়াচ্ছিলেন যার দেহে কোষপ্রাচীর. প্লাজমালেমা, সুগঠিত নিউক্লিয়াস ও সাইটোপ্লজম নেই। এদের জীবিত কোষেই জীবনের কিছু লক্ষণ প্রকাশ করে। 

৩০। উপরের কোনটির কথা বলা হয়েছে?
ক. ভাইরাস           খ. ব্যাক্টেরিয়া 
গ. প্রোটোজোয়া    ঘ. শৈবাল

৩১। উল্লেখিত অণুজীবটি গঠিত - 
i. নিউক্লিক এসিড দিয়ে  ii. সেলুলোজ দিয়ে 
iii. প্রোটিন দিয়ে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii   খ. i ও iii
গ. ii ও iii   ঘ. i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩২ ও ৩৩ নং প্রশ্নের উত্তর দাও। 
অণুজীবটি 'X' এর সংক্রমনে যে সব রোগ হয় - মানুষের হাম, ইনফ্লুয়েন্জা ধানের টুংরো রোগ হয়। 

৩২। 'X' অণুজীবটি কী ?
ক. ভাইরাস  খ. ব্যাক্টেরিয়া 
গ. ছত্রাক     ঘ. শৈবাল

৩৩। অণুজীবটি আকার হতে পারে -
i. গোলাকার ii. দন্ডাকার 
iii. ব্যাঙ্গাচির আকার
নিচের কোনটি সঠিক
ক. i ও ii   খ. i ও iii
গ. ii ও iii   ঘ. i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৪ ও ৩৫ নং প্রশ্নের উত্তর দাও।

সুমনকে বিজ্ঞানের স্যার পরীক্ষাগারের মাইক্রোস্কোপে বিভিন্ন অণুজীব দেখাচ্ছিল। এমন সময়  স্যার বলল এমন একটি অণুজীব আছে যার দেহের আমিষ আবরণ থেকে নিউক্লিক এসিট বের হয়ে গেলে জীবনের সব লক্ষণ হারিয়ে যায়। 

৩৪। সুমনের স্যার কোন অণুজীবটির কথা বলেছিল -
ক.ভাইরাস       খ. ছত্রাক
গ. ব্যাক্টেরিয়া   ঘ. শৈবাল  

৩৫। সুমনের স্যারের বলা অণুজীবের আমিষের আবরণ কাজ করে - 
i. কোষ প্রাচীর হিসাবে ii. দেহের কাঠামো রুপে
iii. অণুঘটক হিসাবে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii     খ. i ও iii
গ. ii ও iii     ঘ. i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৬ ও ৩৭ নং প্রশ্নের উত্তর দাও।
তিসা অসুস্থ হলে তার মা ডাক্তারের নিকট নিয়ে যায়। ডাক্তার বলল তার নিউমোনিয়া হয়েছে। এই রোগ শিশুদের বেশি হয়। 

৩৬। তিসার রোগের অণুজীবটির আকৃতি কিরুপ?
ক. গোলাকার     খ. ব্যাসিলাস
গ. স্পাইলার       ঘ. সর্পিলাকার 

৩৭। শিশুদের জন্য রোগটি মারাত্নক , কারন - 
i. মৃত্যু ঘটায় ii. শ্বাস কষ্ট  হয়
iii. অনিরাময়যোগ্য 
নিচের কোনটি সঠিক
ক. i ও ii     খ.i ও iii
গ. ii ও iii      ঘ. i, ii ও iii

৩৮। প্লাংকটন হিসাবে পরিচিত কোনটি?
ক. ছত্রাক     খ. শৈবাল
গ. মস           ঘ. ফার্ণ

৩৯। শৈবাল বংশবৃদ্ধি করে কয় প্রক্রিয়ায়?
ক. ১   খ. ২
গ.৩    ঘ. ৪

৪০। শৈবালের প্রতিটি কোষ হতে কী তৈরি হতে পারে?  
ক. ফল       খ. বীজ 
গ. যৌনাঙ্গ  ঘ. স্পোর

৪১। এ্যালাজিন তৈরিতে ব্যবহ্নত হয় কোন জাতীয় শৈবাল ?
ক. নদীর শেবাল  খ. সামুদ্রিক 
গ. পৃকৃরের          ঘ. বিলের 

৪২। ওয়াটার রুম সৃষ্টি করে কে?
ক. শৈবাল     খ. ছত্রাক
গ. ভাইরাস    ঘ. ব্যাক্টেরিয়া

৪৩। রেড রাস্ট হয় উদ্ভিদের কোন অঙ্গে?
ক.ফুল      খ. পাতা
গ. ফল      ঘ. মূল 

৪৪। ছত্রাকের দেহ কিরুপ?
ক. সমাঙ্গ     খ.  অসমাঙ্গ 
গ. সরু          ঘ. চ্যাপ্টা

৪৫। পাউরুটি তৈরিতে ব্যবহ্নত হয় কোনটি?
ক. ইস্ট                  খ. মিউকর
গ. পেনিসিলিয়াম   ঘ. এগারিকাস

৪৬। কোনটি ছত্রাকজনিত রোগ?
ক.কালপট্টি, দাদ              খ. ধ্বসা, রিকেটস
গ. ছুলি, মেনিনজাইটিস   ঘ. দাদ, বুটিলিজম 

৪৭। এ্যাথলেটস ফুট রোগের কারন কী ?
ক. ভাইরাস         খ. ছত্রাক
গ. ব্যাক্টেরিয়া      ঘ. প্রোটোজোয়া

৪৮। কোন প্রাণীর দেহের নির্দিষ্ট আকৃতি নেই?
ক. জোঁক      খ. তারা মাছ 
গ. অ্যামিবা   ঘ. কেঁচো

৪৯। অ্যামিবার মুখের কাজ কোনটি?
ক. সিটা      খ. কোষ প্রাচীর 
গ. ক্ষণপদ  ঘ. খাদ্যগহব্বর

৫০। অ্যামিবা দেহে কয় ধরনের গহব্বর থাকে?
ক. ৩     খ. ৪ 
গ. ৫      ঘ. ৬

 

সমাধানঃ

 ১ 

২ 

৩ 

৪ 

৫ 

৬ 

৭  

৮ 

৯ 

১০ 

১১ 

১২

১৩

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫



 ২৬

২৭

২৮

২৯

৩০

৩১

৩২

৩৩ 

৩৪

৩৫

৩৬

৩৭

৩৮

৩৯

৪০

৪১

৪২

৪৩

৪৪

৪৫

৪৬

৪৭

৪৮

৪৯

৫০

 ঘ

 খ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url