তরঙ্গ কাকে বলে? কত প্রকার ও কি কি? । তরঙ্গের প্রকৃতি বা বৈশিষ্ট্য।

 তরঙ্গ কাকে বলে? কত প্রকার ও কি কি? । তরঙ্গের প্রকৃতি বা বৈশিষ্ট্য।
তরঙ্গ

এই অনুচ্ছেদে আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। তরঙ্গ কাকে বলে? তরঙ্গ কত প্রকারও কি কি? তরঙ্গের প্রকৃতি বা বৈশিষ্ট্য ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হল।

তরঙ্গ কাকে বলে? What is a wave?

তরঙ্গ ভালভাবে বুঝার জন্য প্রথমে আমরা একটি ঘটনা বিবেচনা করব। যেমন- পুকুরের জলে ঢিল ফেললে পুকুরের জলে তরঙ্গের সৃষ্টি হয়। জলের যে স্থানে ঢিলকে ফেলা হয়, সে স্থানে জলকনার মধ্যে আন্দোলনের সৃষ্টি হয় এবং এই আন্দোলিত জলকণাগুলো তাদের কম্পন পাশের জলকণাগুলোর মধ্যে সঞ্চালিত করে। এভাবে ওরা আবার ওদের পাশের জলকনাগুলোকে আন্দোলিত করে। এইভাবে জলের কোন বিন্দুতে কোনভাবে আন্দোলন সৃষ্টি হলে সেই আন্দোলন জলের উপরের তল বরাবর সামনে এগিয়ে যায়। 
তরঙ্গ কাকে বলে?


সুতরাং বলা যায়, ঢিলটি জলের মধ্যে যেখানে ফেলা হয়েছে সেই জায়গার জলকনাগুলির মধ্যে যে শক্তি দিয়েছিল, সেই শক্তি, তরঙ্গের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় বিস্তার লাভ করে। এখন মজার বিষয় হলো, জলের মধ্যে আন্দোলন শুরু হওয়ার আগে যদি একটি কর্ককে ভাসিয়ে রাখা হয় তাহলে দেখা যাবে তরঙ্গ কর্কটিকে আন্দোলিত করছে, কিন্তু কর্কটি তার স্থান পরিবর্তন করছে না। 
অর্থাৎ ঢিলটি জলে পড়ে জলকণাগুলিতে যে শক্তি সরবরাহ করে তা তরঙ্গাকারে সঞ্চালিত হওয়ার সময় মাধ্যমের কণাগুলোর স্থানচ্যুতি ঘটে না।
সুতরাং 
স্থিতিস্থাপক মাধ্যমের কম্পনশীল কণার যে আন্দোলনের ফলে মাধ্যমের একস্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত হয় কিন্তু মাধ্যমের কণাগুলোর স্থান পরিবর্তন হয় না সেই আন্দোলনকে তরঙ্গ বলা হয়। 
যে পদ্ধতিতে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি বিস্তার লাভ করে, তাই তরঙ্গ গতি। 

তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে? What is wave length?

একটি পূর্ণ তরঙ্গ সম্পন্ন করতে তরঙ্গ যে দুরত্ব অতিক্রম করে, তাকে ঐ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়।
তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে?

শব্দ তরঙ্গ কাকে বলে? What are sound waves?

কঠিন, তরল ও বায়বায়ীয় মাধ্যমে শব্দের তরঙ্গ সঞ্চালন যা আমাদের শ্রবণের অনুভুতি জাগায়, তাই শব্দ তরঙ্গ ।

তরঙ্গ কত প্রকার ও কি কি? How many types of waves and what are they?

তরঙ্গের প্রকারভেদ। তরঙ্গ ২ প্রকার। 
যথাঃ 
(ক) অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং
(খ) অনুপ্রস্থ তরঙ্গ বা তীর্যক তরঙ্গ।

অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে? What are longitudinal waves?

কোন সমসত্ত্ব স্থিতিস্থাপক মাধ্যমে কণাগুলোর কম্পনের ফলে, মাধ্যমে যে তরঙ্গ সৃষ্টি হয় এবং তার কণাগুলোর গতি যদি তরঙ্গের গতির অভিমুখের সমান্তরাল হয়। তবে ওই তরঙ্গকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হয়।
অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে?


অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ
একটি স্প্রিং এর তরঙ্গ হলো অনুদৈর্ঘ্য এর উদাহরণ। 
একটি স্প্রিংকে টেনে ছেড়ে দিলে তা উঠানামা শুরু করে। স্প্রিং এর সংকোচন ও প্রসারণের সময় স্প্রিং এক কণাগুলোর তরঙ্গের অভিমুখের সমান্তরালে উঠানামা করে। 
আবার, বাতাসের মধ্য দিয়ে শব্দ সঞ্চালনের সময় স্থিতিস্থাপক বায়ুস্তর গুলো সংকোচন ও প্রসারণের সময় কণার গতি তরঙ্গ বিস্তারের অভিমুখের সমান্তরালে হয়ে থাকে। 
সুতরাং বায়ু মাধ্যমে শব্দের তরঙ্গ হলো, একটি অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ।

তীর্যক তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ কাকে বলে? What is transverse wave or transverse wave?

কোন স্থিতিস্থাপক মাধ্যমে তরঙ্গ বিস্তারের সময় মাধ্যমের কণাগুলোর গতি যদি মাধ্যমের বিস্তারের অভিমুখের সঙ্গে লম্বভাবে আবস্থান করে, তাহলে এ ধরনের তরঙ্গকে তীর্যক তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ বলা হয়।
তীর্যক তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ কাকে বলে?


তীর্যক তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ
পুকুরের পানিতে ঢিল ছুড়ে মারলে,পুকুরের পানি আন্দোলিত হয় । এই আন্দোলন চারদিকে ছড়িয়ে পড়ে। পানির কণাগুলো তরঙ্গ বিস্তারের অভিমুখের সাথে লম্বভাবে আন্দোলিত হয়। 
সুতরাং এ ধরনের তরঙ্গকে তীর্যক তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ বলা হয়। 

আরো কয়েকটি অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ
আলোক তরঙ্গ
বেতার তরঙ্গ
তাপ তরঙ্গ ইত্যাদি অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ।

শব্দ বিস্তারের জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয় কেন? Why is material media necessary for the spread of sound?

তরঙ্গ সৃষ্টির জন্য অবশ্যই কোন বস্তুর কম্পনের প্রয়োজন হয়, শব্দ সৃষ্টির ক্ষেত্রেও একইভাবে বস্তুর কম্পনের প্রয়োজন। আমরা জানি, তরঙ্গ যেমন মাধ্যম অবলম্বন করে চলে, শব্দও ঠিক তেমনি মাধ্যম ছাড়া এক স্থান থেকে অন্য স্থানে বিস্তার লাভ করতে পারে না। তরঙ্গ যখন বেগ আছে, শব্দেরও  তেমনি বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে বিভিন্ন বেগে প্রবাহিত হয়। শব্দের এই গতিবেগ মাধ্যমের স্থিতিস্থাপকতা এবং মাধ্যমের ঘনত্বের উপর নির্ভর করে। তরঙ্গ বিস্তারের সময় মাধ্যমের কণাগুলোর স্থায়ী স্থানচ্যুতি ঘটে না, অনুরুপভাবে শব্দ বিস্তারের সময়ও মাধ্যমের কণাগুলোর স্থানচ্যুতি ঘটে না। তরঙ্গে বিস্তারের সময় প্রতিফলন ও প্রতিসরণ হয় একই ভাবে শব্দের ক্ষেত্রেও প্রতিফলন ও প্রতিসরণ হয়ে থাকে।
সুতরাং আমরা দেখতে পাচ্ছি, শব্দ বিস্তারের জন্য তরঙ্গ বিস্তারের প্রয়োজন হয় এবং তরঙ্গ বিস্তারের জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয়। এ কারণে শব্দ বিস্তারের জন্যও জড় মাধ্যমের প্রয়োজন হয়।
 

তরঙ্গের প্রকৃতি বা বৈশিষ্ট্য - Nature or characteristics of waves

  • সকল তরঙ্গের কিছু বৈশিষ্ট্য আছে।
  • কোন বস্তুর কম্পন ব্যতীত তরঙ্গের সৃষ্টি হয় না।
  • শব্দ তরঙ্গের ক্ষেত্রে প্রতিফলন এবং প্রতিসরণ উভয়ই ঘটে।
  • শব্দ তরঙ্গের বেগ আছে এবং বিভিন্ন মাধ্যমে গতিবেগের বিভিন্ন হয়।
  • শব্দতরঙ্গ মাধ্যম অবলম্বন করে। কোন মাধ্যম ছাড়া শব্দ তরঙ্গ বিস্তার লাভ করে না।
  • তরঙ্গ বিস্তারের জন্য মাধ্যমের কণাগুলোর স্থানচ্যুতি ঘটে না ইত্যাদি।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url