আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য।

কম্পিউটার  কি? আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো কি কি? কম্পিউটারের পারঙ্গমতাএবং কম্পিউটার সম্পর্কিত কিছু প্রশ্ন
আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য।

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ক ধারাবাহিক আলোচনার ১ম পর্বে আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়গুলো - কম্পিউটার  কি? আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো কি কি? কম্পিউটারের পারঙ্গমতা, এবং কম্পিউটার সম্পর্কিত কিছু প্রশ্ন

কম্পিউটার  কি?

What is a computer?
ল্যাটিন শব্দ কম্পিউটার  বা Computer থেকে ইংরেজিতে কম্পিউটার (Computer) শব্দটির উৎপত্তি। Compute শব্দের অর্থ হলো গণনা করা। তাই কম্পিউটারের অর্থ হলো গণনাকারী বা হিসাবকারী যন্ত্র।  শুরুতে কম্পিউটারের পরিচয় ছিল গণনা যন্ত্রের। কিন্তু এখন আর কম্পিউটারকে গণনা যন্ত্র বলা যায় না। কম্পিউটার এমন একটি যন্ত্র যা তথ্য গ্রহণ করে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষণ করে এবং তা উপস্থাপন করে। 


আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য

Characteristics of modern computers
  • দ্রুত গতি (High Speed)।
  • সুক্ষতা (Accuracy)।
  • ক্লান্তিহীনতা (Dilligence)।
  • সয়ংক্রিয়তা (Automation)।
  • বহুমূখিতা (Versatility)।
  • নির্ভূলতা (Correctness)।
  • বিশ্বাসযোগ্যতা (Reliability)।
  • স্মৃতিশক্তি (Memory)।
  • যুক্তসঙ্গত সিদ্ধান্ত (Logical Decision)।
  • অসীম জীবনীশক্তি (Endless Life)।


কম্পিউটার  নির্বোধ কিন্তু বিশ্বস্ত যন্ত্র কম্পিউটার অবিশ্বাস্য দ্রুত গতিতে অনেক বড় এবং জটিল হিসাব নিকাশের কাজ নির্ভুলভাবে করতে পারলেও কম্পিউটারের নিজের কোন বুদ্ধি নেই । কম্পিউটার  নিজে বুদ্ধি কাটিয়ে কোন কাজ করতে পারে না । মানুষের তৈরি করে দেওয়া নির্দেশমালা অনুসরণ করেই কম্পিউটার  সব রকমের কাজ সম্পন্ন করে । পুনরাবৃত্তিমূলক কাজ র্ভিূলভাবে সম্পন্ন করেত কম্পিউপাবের উৎসাহ , মনোযোগ এবং সহিষ্ণুতার একটুও ঘাটতি হয় না।  কম্পিউটার প্রোগ্রামে এবই নির্দেশনা বার বার সম্পন্ন করার প্রত্রিয়াকে লুপিং (Looping) বলা হয়। 

কম্পিউটারের পারঙ্গমতা

কম্পিউটার অবিশ্বাস্য দ্রুত গতিতে কাজ করে। কম্পিউটারের এই দ্রুত গতি সম্পন্ন হিসাবের কাজকে মিলিসেকেন্ড, মাইক্রোসেকেন্ড, ন্যানোসেকেন্ড এবং পিকোসেকেন্ড ইত্যাদি সময়ের একক হিসাবে ভাগ করা হয়। 


কম্পিউটার সম্পর্কিত কিছু প্রশ্ন-

Some computer related questions-
১। কম্পিউটার একটি -
(ক)  হিসাবযন্ত্র বিশেষ (খ) সিদ্ধান্তগ্রহণের যন্ত্র বিশেষ
(গ) সমস্যা সমাধানের যন্ত্র বিশেষ (ঘ) হিসাব পরীক্ষার যন্ত্র বিশেষ


২। আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য হচ্ছে-
(ক) বৃহৎ স্মৃতির ভান্ডার     (খ) দ্রুত প্রশ্ন সমাধান 
(গ) ভ্রমশূন্য ফলাফল     (ঘ) উপরের সবগুলো 


৩। নিচের কোনটি কম্পিউটার ব্যবহারের একটি সুবিধা?
(ক) বিশ্বস্ত কিন্তু ধীরগতির     (খ) বৃহৎ স্মৃতির আধার
(গ) ভূল ফলাফল      (ঘ) অনমনীয়

 

৪। কম্পিউটারের কি নেই?
(ক) স্মৃতি     (খ) বুদ্ধি
(গ) দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা     (ঘ) নির্ভূল কাজ করার ক্ষমতা


৫। কম্পিউটারের নেই?
(ক) স্মৃতি শক্তি    (খ) বুদ্ধি- বিবেচনা
(গ) দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা     (ঘ) নির্ভূল কাজ করার ক্ষমতা


৬। কম্পিউটারের আই. কিউ. কী?
(ক) ০     (খ) ১২০ এর বেশি
(গ) ১২০ এর কম (ঘ) ২০০


৭। নিচের কোন কাজের জন্য কম্পিউটার ব্যবহার বেশ সুবিধাজনক?
(ক) পুনরাবৃত্তিমূলক      (খ) গাণিতিক
(গ) হিসাব রক্ষণ কাজ     (ঘ) প্রতিবেদন প্রণনয়ন


৮। কম্পিউটারের কাজের গতিকে কি দ্বারা প্রকাশ করা হয়?
(ক) মিনিট     (খ) ন্যানোসেকেন্ড
(গ) সেকেন্ড     (ঘ) ঘন্টা


৯। ন্যানো সেকেন্ড বলতে কি বুঝায়?
(ক) - সেকেন্ড    (খ) -৬ সেকেন্ড
(গ) -৯ সেকেন্ড     (ঘ) -১২ সেকেন্ড


 ১০। একটি যোগ করতে কম্পিউটারের ৫০ ন্যানোসেকেন্ড সময় লাগলে , এক সেকেন্ড কতটি যোগ করতে পারবে?

(ক) ২ কোটি    (খ) ৩ কোটি
(গ) ৪ কোটি     (ঘ) ৫ কোটি

 

সমাধানঃ

১০

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url