৬ষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী- ১.১ এর বহুনির্বচনী প্রশ্ন ও সমাধান।

বহুনির্বচনী প্রশ্ন ও সমাধান। শ্রেণীঃ ৬ষ্ঠ। বিষয়ঃ গণিত

৬ষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী- ১.১ এর বহুনির্বচনী প্রশ্ন ও সমাধান।
৬ষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী- ১.১ এর বহুনির্বচনী প্রশ্ন ও সমাধান। ৬ষ্ঠ শ্রেণীর অনুশীলনী- ১.১ এর সকল গাণিতিক সমস্যার সমাধান করা হয়েছে।  ৬ষ্ঠ শ্রেণীর বোর্ড বইয়ের সৃজনশীল প্রশ্ন ও সমাধান।
 
সাধারণ বহুনির্বচনী প্রশ্ন
১। দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে কি বলে?
(ক) বাইনারি     (খ) মেট্রিক
(গ) দশমিক      (ঘ) শতকীয়

২। পাটিগণিতে সংখ্যা প্রতীক কয়টি?
(ক) ৫টি     (খ) ৮টি  
(গ) ১০টি    (ঘ) ৯টি 

৩।  কোনো সার্থক অঙ্ক আলাদাভাবে লিখলে যে সংখ্যা প্রকাশ করে তাকে কি বলে?
(ক) স্থানীয় মান     (খ) স্বকীয় মান 
(গ) সংখ্যা পাতন   (ঘ) বিভাজন 

৪। সংখ্যায় ব্যবহ্নত কোনো সার্থক অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে সেই অঙ্কের কী বলে? 
(ক) সংখ্যা পাতন     (খ) স্বকীয় মান 
(গ) স্থনীয় মান         (ঘ) বিভাজ্যতা

৫। পাটিগণিতে সংখ্যা প্রতীকগুলোর মধ্যে স্বাভাবিক সংখ্যা কয়টি?
(ক) ৭টি     (খ) ৮টি  
(গ) ৯টি      (ঘ) ১০ টি 

৬। সার্থক অঙ্ক কয়টি? 
(ক) ৫টি     (খ) ৬টি
(গ) ৭টি      (ঘ) ৯টি 

৭। কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে কি বলে? 
(ক) সংখ্যাপাতন     (খ) বিভাজ্যতা
(গ) অঙ্কপাতন        (ঘ) স্বকীয় মান

৮। নিচের কোনটি অভাবজ্ঞাপন অঙ্ক? 
(ক) ০     (খ) ১
(গ) ৮     (ঘ) ৯

৯। কোনো অঙ্ক এক এক স্থান করে বামদিকে সরে গেলে তার মান উত্তরোত্তর কত গুন করে বৃদ্ধি পায়? 
(ক) দৃই গুন     (খ) তিন গুন
(গ) পাঁচ গুন    (ঘ) দশ গুন

১০। ৩৩৩ সংখ্যাটির ডানদিক থেকে দ্বিতীয় স্থানে ৩ এর স্থানীয় মান কত? 
(ক) ৩           (খ) ৩০
(গ) ৩০০     (ঘ) ৩০০০ 

১১। ২৩০০৫ সংখ্যাটিতে ৩ এর স্থানীয় মান কত? 
(ক) ৩০         (খ) ৩০০ 
(গ) ৩০০০    (ঘ) ৩০০৫ 

১২। ৪২০৩ সংখ্যাটিতে ২ এর স্থানীয় মান কত? 
(ক) দুই         (খ) বিশ 
(গ) দুইশ       (ঘ) দুই হাজার

১৩। ২৩৫৪ সংখ্যাটিতে ৩ এর স্থানীয় মান কত? 
(ক) ৩           (খ) ৩০০ 
(গ) ৩০০০   (ঘ) ৩০০০০

১৪। ৬৬৬৬ সংখ্যাটিতে সর্ব ডানের অবস্থিত ৬ এর স্থানীয় মান কত? 
(ক) ৬         (খ) ৬০
(গ) ৬০০    (ঘ) ৬০০০ 

১৫। সাত হাজার সাত কে সংখ্যায় লিখলে নিচের কোনটি সঠিক?
(ক)৭,৭৭৭     (খ) ৭,০৭৭ 
(গ) ৭,৭০৭     (ঘ) ৭৭,০৭ 

বহুপদী বহুনির্বচনী প্রশ্ন

১৬। নিচের তথ্যগুলো লক্ষ কর।
 I. দশ ভিত্তিক অঙ্ক পাতনের বা সংখ্যা প্রকাশের প্রণালি দশমিক বা দশগুণোত্তর প্রনালি বলা হয়।
 II. পাটিগণিতে সকল অঙ্কের একটি স্বকীয় মান থাকে।
 III. শূন্যকে অভাবজ্ঞাপক অঙ্ক বলা হয়। 
নিচের কোনটি সঠিক? 
(ক) I ও II         (খ) I ও III
(গ) II ও III       (ঘ) I, II ও III

১৭। নিচের তথ্যগুলো লক্ষ কর।
I. কোনো সংখ্যাকে অঙ্ক প্রতীক দ্বারা লেখাকে অঙ্ক পাতন বলে।
II. অঙ্কপাতনে দশটি প্রতীক ব্যবহার করা হয়।
III. ৯ অপেক্ষা বড় সকল সংখ্যাকেই দুই বা ততোধিক অঙ্ক মিলিয়ে পাশাপাশি বসিয়ে লেখা হয়।
নিচের কোনটি সঠিক? 
(ক) I ও II         (খ) I ও III
(গ) II ও III       (ঘ) I, II ও III

১৮। কোনো সংখ্যায় ব্যবহ্নত - 
I. অঙ্ক গুলো তার অবস্থানের ওপর নির্ভর করে 
II. অঙ্ক গুলো তার স্বকীয় মানের ওপর নির্ভর করে
III. স্থান পরিবর্তনের ফলে একই অঙ্কের স্থানীয় মানের পরিবর্তন হয় 
(নিচের কোনটি সঠিক? 
(ক) I ও II         (খ) I ও III
(গ) II ও III       (ঘ) I, II ও III

অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বচনী প্রশ্ন

নিচের তথ্যের আলোকে ১৯ এবং ২০ নং প্রশ্নের উত্তর দাও
২, ০, ৩, ৪, ৬, ৯ কয়েকটি অঙ্ক উল্লেখ করা হল।

১৯। এখানে স্বাভাবিক সংখ্যা কয়টি?
(ক) ৪টি     (খ) ৫টি
(গ) ৬টি     (ঘ) ৯টি

২০। অঙ্ক গুলো দ্বারা গঠিত সংখ্যায় ৩ এক স্থনীয় মান কত?
(ক) ৩০০০০      (খ) ৩০০০ 
(গ) ৩০০            (ঘ) ৩০ 





উত্তরমালাঃ

 ১

৮ 

৯ 

১০

১১

১২

১৩

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

ঘ 

 গ

 ক

 ঘ

 খ

 গ

গ 

 খ

 ক

 গ

 ঘ

 ঘ

 খ

 খ

খ 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url