ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি- ২০২৩, আবেদন করার নিয়ম।

ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি-২০২৩। ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি গ্রহণের শর্তাবলী। আবেদন করার নিয়ম।
ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি- ২০২৩

ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি-

এসএসসিএইচএসসিএবং অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের জন্য সরকারিভাবে বোর্ড বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের রেজাল্টের উপর ভিত্তি করে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হয়। কিন্তু বেশ কিছু সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে যেগুলো শিক্ষার্থীদের প্রাপ্ত ফলাফল এবং শিক্ষার্থীদের আর্থিক অবস্থা বিবেচনা করে বৃদ্ধির জন্য শিক্ষার্থীদের বাছাই করা হয় এর মধ্যে ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি অন্যতম একটি প্রতিষ্ঠান আজকের এই লেখাটিতে ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি সম্পর্কে বিস্তারিত জানব। প্রতিবছর ইসলামী ব্যাংক শিক্ষার্থীদের পারিবারিক আর্থিক অসচ্ছলতা এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান করে থাকে। যে সমস্ত দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা মেধাবী আর্থিক অসচ্ছলতার কারণে পড়াশোনা করতে পারছে না সে সমস্ত শিক্ষার্থীদের জন্য ইসলামী ব্যাংক এই শিক্ষাবৃত্তির ব্যবস্থা করেছে।

ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তির পরিমাণ এবং মেয়াদকাল-

ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি মাসিক বৃদ্ধির পরিমাণ তিন হাজার টাকা এবং প্রতি বছর শিক্ষা উপকরণের জন্য 5000 টাকা প্রদান করে থাকেন।
 

ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি গ্রহণের শর্তাবলী-

ইসলামী ব্যাংক শিক্ষা বৃত্তি পাওয়ার জন্য একজন শিক্ষার্থীকে নিম্নোক্ত শর্তগুলো পূরণ করতে হয়-
  • অসচ্ছল বা দরিদ্র পরিবার।
  • অভিভাবকের মাসিক আয়ের শর্তসাপেক্ষে সীমিত থাকতে হয়।
  • সরকারি বৃত্তি  ছাড়া অন্য কোন প্রতিষ্ঠান কর্তৃক বৃত্তির অন্তর্ভুক্ত  থাকতে পারবে না।
  • ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি গ্রহণের জন্য অবশ্যই শিক্ষার্থীকে কোন না কোন শিক্ষা  প্রতিষ্ঠান  এ অধ্যায়নরত থাকতে হবে।
 

ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তির আবেদন করার নিয়ম-

ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি বৃত্তির আবেদন করার জন্য করার জন্য এই লিংকটিতে প্রবেশ করতে হবে উক্ত লিংকে প্রবেশ করে স্কলারশিপ  সেকশন এ যেতে হবে। এই সেকশনে যাওয়ার পর একটি আবেদন ফরম পাওয়া যাবেএই আবেদন ফরম টি যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী সাবমিট করতে হবে। এভাবে এভাবে আবেদনের প্রাথমিক প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে পরবর্তীতে কর্তৃপক্ষ আবেদন ফর্মটি বিবেচনা করে প্রার্থীদেরকে সিলেকশন করবে। নির্বাচিত শিক্ষার্থীদের কে পরবর্তীতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন প্রক্রিয়ার বাকি কার্যক্রম সম্পন্ন  করতে হবে। সবশেষে চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হবে।
 

চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের কে যে সমস্ত কাগজপত্র জমা দিতে হবে-

  • অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের কে নিম্নোক্ত কাগজপত্র গুলো জমা দিতে হব।
  • আবেদনকারীর দুই কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি।
  • এইচএসসি বা সমমান  পরীক্ষার মার্কসিটের সত্যায়িত কপি।
  • বর্তমানে অধ্যায়নরত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রত্যয়নপত্র।
  • ইউপি চেয়ারম্যান পৌরসভা ওয়ার্ড কাউন্সিলর কর্তিক অভিভাবক পেশা উল্লেখপূর্বক মাসিক আয়ের সনদপত্র অভিভাবক চাকুরীজীবি হলে তার। পেশা উল্লেখ করতে হবে আবেদনকারী যদি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকেন তাহলে মুক্তিযোদ্ধা সনদপত্র সত্যায়িত কপি।
  • আবেদনকারী প্রতিবন্ধী হলে  প্রতিবন্ধী সনদ পত্রের সত্যায়িত কপি।
  • আবেদনকারী যদি কোন কোটা ভুক্ত হয়ে থাকে তাহলে কটার সনদপত্রের সত্যায়িত কপি।
  • আবেদনকারীর অধ্যায়নরত প্রতিষ্ঠান প্রদত্ত আইডি কার্ডের সত্যায়িত কপি।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url