অনুরুপ কোণ কাকে বলে? একান্তর কোণ কাকে বলে?

অনুরুপ কোণ কাকে বলে? একান্তর কোণ কাকে বলে?
অনুরুপ কোণ কাকে বলে? একান্তর কোণ কাকে বলে?

এখানে যে দুইটি কোণ নিয়ে কথা বলা হবে তার মধ্যে একটি একান্তর কোণ অন্যটি অনুরুপ কোণ। একাডেমিক এবং একাডেমিক লেভেল এর বাইরেও এই কোণ দুটি গুরুত্বপূর্ণ। এই কোণ দুইটি নিয়ে বিভিন্ন সময় আমাদের কে গানিতিক সমস্যার সমাধান করতে হয়।
পর্যায়ক্রমে একান্তর কোণ এবং অনুরুপ কোণ নিয়ে নিম্নে আলোচনা করা হয়।

অনুরুপ কোণঃ

দু্ইটি সমান্তরাল সরল রেখাকে যখন অন্য আরেকটি সরল রেখা তীর্যকভাবে ছেদ করে, তখন তীর্যকভাবে ছেদকৃত সরল রেখাটির একই পাশে যে কোণ গুলো উৎপন্ন হয়, সে কোণ গুলোকে অনুরুপ কোণ বলা হয়। অনুরুপ কোণ গুলো পরস্পর সমান হয়।
উদাহরণঃ
অনুরুপ কোণ কাকে বলে?

এখানে, ABCD এবং  EF তাদের ছেদক রেখা। ছেদবিন্দুদ্বয়ে উৎপন্ন ∠e  ∠f  যথাক্রমে অনুরুপ কোণ। এবং ∠e  ∠f  অনুরুপ কোণ।
 

একান্তর কোণঃ

দু্ইটি সমান্তরাল সরল রেখাকে যখন অন্য আরেকটি সরল রেখা তীর্যকভাবে ছেদ করে, তখন তীর্যকভাবে ছেদকৃত সরল রেখাটির বিপরীত পাশে যে কোণ গুলো উৎপন্ন হয়, সে কোণ গুলোকে একান্তর কোণ বলা হয়। একান্তর কোণ গুলো পরস্পর সমান হয়।
উদাহরণঃ

এখানে, ABCD এবং  EF তাদের ছেদক রেখা। ছেদবিন্দুদ্বয়ে উৎপন্ন যথাক্রমে a  b এর একান্তর কোণ d  c । অর্থাৎ a এর একান্তর কোণ d
       b এর একান্তর কো c
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url