মৌলিক উৎপাদক কাকে বলে ? উদাহরনসহ মৌলিক উৎপাদক নির্ণয়ের পদ্ধতি আলোচনা।

মৌলিক উৎপাদক কাকে বলে? উদাহরনসহ মৌলিক উৎপাদক নির্ণয়ের পদ্ধতি বিস্তারিত আলোচনা করা হবে। 

মৌলিক উৎপাদক কাকে বলে ?
মৌলিক উৎপাদক


মৌলিক উৎপাদক কাকে বলে ? এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানার জন্য আমাদের সাথেই থাকুন। 
মৌলিক উৎপাদক কাকে বলে?



উদাহরনসহ মৌলিক উৎপাদক নির্ণয়ের পদ্ধতি

মৌলিক উৎপাদক কাকে বলে ? - What is the primary producer?

সকল যৌগিক সংখ্যা কে এক বা একাধিক মৌলিক সংখ্যার গুনফলের মাধ্যমে প্রকাশ করা যায়। কোন যৌগিক  সংখ্যাকে যে সকল এক বা একাধিক মৌলিক সংখ্যার গুনফলের মাধ্যমে প্রকাশ করা যায় সে সকল সংখ্যাকে মৌলিক উৎপাদক বলা হয়। 

কোন যৌগিক সংখ্যাকে এক এবং ঐ সংখ্যা ব্যতিত অন্য যে সকল মৌলিক দ্বারা নিঃশেষে ভাগ করা যায় তাই মৌলিক উৎপাদক।


আরো সহজভাবে বলা যায়, সকল যৌগিক সংখ্যাই এক বা একাধিক মৌলিক সংখ্যার গুনফল দ্বারা গঠিত , সে সকল মৌলিক সংখ্যাকে মূলত উক্ত সংখ্যার মৌলিকি উৎপাদক বলা হয়। 



উদাহরনসহ মৌলিক উৎপাদক নির্ণয়ের পদ্ধতি

মৌলিক উৎপাদকের উদাহরণ - Examples of basic generators

৪ এর মৌলিক উৎপাদক = ২*২
৩৩ এর মৌলিক উৎপাদক = ৩*১১
 ২৩ এর মৌলিক উৎপাদক = ২৩



মৌলিক উৎপাদক নির্ণয়ের পদ্ধতি

মৌলিক সংখ্যার মৌলিক উৎপাদক নির্ণয়ের পদ্ধতি - Method of finding prime factors of prime numbers


১৪ এর মৌলিক উৎপাদক  -

১৪ এর মৌলিক উৎপাদক

১৪ এর মৌলিক উৎপাদক = ২,৭ ।



১২ এর মৌলিক উৎপাদক -

১২ এর মৌলিক উৎপাদক

১২ এর মৌলিক উৎপাদক = ২, ৩ ।


৯১ এর মৌলিক উৎপাদক -

৯১ এর মৌলিক উৎপাদক  =  ৭, ১৩ ।


১৫ এর মৌলিক উৎপাদক 

১৫ এর মৌলিক উৎপাদক

১৫ এর মৌলিক উৎপাদক  = ৩, ৫ ।



২১ এর মৌলিক উৎপাদক - 

২১ এর মৌলিক উৎপাদক

২১ এর মৌলিক উৎপাদক  =  ৩, ৭ ।



২৪ এর মৌলিক উৎপাদক - 

২৪ এর মৌলিক উৎপাদক

২৪ এর মৌলিক উৎপাদক  = ২,৩ ।



১২ এর মৌলিক উৎপাদক - 

১২ এর মৌলিক উৎপাদক

১২ এর মৌলিক উৎপাদক  = ২,৩ ।



৪৮ এর মৌলিক উৎপাদক  - 

৪৮ এর মৌলিক উৎপাদক

৪৮ এর মৌলিক উৎপাদক  = ২, ৩ ।



৪৯ এর মৌলিক উৎপাদক - 

৪৯ এর মৌলিক উৎপাদক

৪৯ এর মৌলিক উৎপাদক = ৭ ।



৬০ এর মৌলিক উৎপাদক - 

৬০ এর মৌলিক উৎপাদক

৬০ এর মৌলিক উৎপাদক =  ২,৩ , ৫ ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url