সন্নিহিত কোণ কাকে বলে ? সন্নিহিত কোণের বৈশিষ্ট্যগুলো কি কি ?

সন্নিহিত কোণ কাকে বলে ? সন্নিহিত কোণের বৈশিষ্ট্যগুলো কি কি ?

সন্নিহিত কোণ কাকে বলে

আজকে আমরা সন্নিহিত কোণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সন্নিহিত কোণের আদ্যপান্ত জানতে লেখাটি সম্পূর্ণ পড়ুন। 


সন্নিহিত কোণ কাকে বলে? - What is an adjacent angle?

যদি দুইটি কোণের একটি সাধারণ শীর্ষবিন্দু এবং একটি সাধারন বাহু থাকে তাহলে কোণ দুটিকে একটি অপরটির সন্নিহিত কোণ বলে। 

একই সমতলে অবস্থিত যদি দুইটি কোণের একটি সাধারন শীর্ষবিন্দু ও একটি সাধারন বাহু থাকে যেখানে সাধারন বাহুর বিপরীত পাশে কোণ দুটি অবস্থিত তখন কোণ দুটি কে পরস্পরের সন্নিহিত কোণ বলা হয়। 


সন্নিহিত কোণের বৈশিষ্ট্য সমুহ - Properties of adjacent angles include

  • সন্নিহিত কোণ গুলো সর্বদা একটি সাধারন বাহু ভাগ করে । 
  • কোণগুলো একটি সাধারন শীর্ষবিন্দু দ্বারা বিভক্ত। 
  • কোণদ্বয় পরস্পরকে ওভারলেপ করে না । 
  • তাদের সাধারন বাহুর উভয় পাশে অন্য আরেকটি করে বাহু থাকে। 
  • সন্নিহিত কোণ দুটির যোগফলের ওপর ভিত্তি করে কোণগুলো পরস্পরের পূরক বা সম্পূরক কোণ বলা  হয়ে থাকে। 


বাস্তব জীবনে সন্নিহিত কোণর কিছু উদাহরণ - Some examples of adjacent angles in real life

সন্নিহিত কোণের বেশ কিছু উদাহরন আমাদের বাস্তব জীবনে লক্ষ্য করা যায়। উদাহরনস্বরুপ- ঘড়ির তিন কাটা , পিৎজা বক্সে রাখা পিৎজা স্লাইম, গাড়ির ইস্টিয়ারিং এর হুইলে ইত্যাদি ক্ষেত্রে সন্নিহিত কোণ দেখা যায় । 


সন্নিহিত কোণএব এবং পূরক কোণ এর মধ্যে পার্থক্য কি? - What is the difference between adjacent angles and supplementary angles?

সন্নিহিত কোণ

পূরক কোণ

যদি দু’টি কোণের একটি সাধারণ বাহু ও একটি মাত্র শীর্ষবিন্দু থাকে তবে একটিকে  অপরটির সন্নিহিত কোণ বলা হয়।

যখন দুটি সন্নিহিত কোণের সমষ্টি 90˚ বা এক সমকোণ হয় তখন একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলা হয়।

সুনির্দিষ্ট কোণের মানের উল্লেখ দরকার হয় না ।

সুনির্দিষ্ট কোণের মানের উল্লেখ দরকার হয়।

 




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url