সূর্য কি তাহলে একদিন নিভে যাবে? কিভাবে?

আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র- সূর্য কি তাহলে একদিন নিভে যাবে? সূর্যের শেষ পরিনতি  কি??

সূর্যের প্রজ্বলিত অবস্থা
সূর্যের প্রজ্বলিত অবস্থা

আমাদের মিল্কিওয়ে বা গ্যালাক্সিতে রয়েছে মিলিয়ন মিলিয়ন তারা । এসব তারার অনেকগুলোকেই আমরা খালি চোখে দেখতে পাই। অন্য সব তারার মত এই তারাগুলো সারা জীবন টিকে থাকবে না ।আমাদের সোলার সিস্টেমে সূর্যও তেমনি একটি তারা । 

বিজ্ঞানীদের মতে ৪.৫ বিলিয়ন বছর পূর্বে সূর্য এর সৃষ্টি হয়েছে । সূর্যের মধ্যে রয়েছে অসংখ্য রহস্য নানান প্রশ্ন। প্রতি মূহুর্তে সূর্য বিপুর পরিমান হিলিয়াম পুড়িয়ে নিঃশেষ করে দিচ্ছে। প্রতিটি নক্ষত্রের মতই আমাদের সূর্যও এভাবে জ্বালানি পুড়িয়ে শেষ সময়ের দিকে যাচ্ছে। 

আমাদের গ্যালাক্সির মিল্কিওয়েতে রয়েছে 100 বিলিয়ন এর চেয়েও বেশি সময়ের তারা। এদের মধ্যে অনেকগুলো কে আমরা রাতের আকাশে দেখতে পাই। অন্য সবকিছুর মতো এই তারাগুলোও সারাজীবন টিকে থাকেনা। আমাদের সোলার সিস্টেমের সূর্য তেমনি একটি তারা। 

এখন প্রশ্ন হতে পারে - সূর্য কি তাহলে একদিন নিভে যাবে? কিভাবে? 


এখন থেকে বিলিয়ন বছর পর, আমাদের সূর্য (মহাবিশ্বের সমস্ত নক্ষত্রের মতো) শেষ পর্যন্ত হাইড্রোজেন শেষ হয়ে যাবে যা এর কেন্দ্রে পারমাণবিক বিক্রিয়াকে জ্বালানী দেয়। এই জ্বালানি ছাড়া, সূর্যের মূল তার নিজস্ব অভিকর্ষের অধীনে সংকুচিত হতে শুরু করবে, যখন তারার বাইরের স্তরগুলি প্রসারিত হতে শুরু করবে। অবশেষে, সূর্য একটি লাল দৈত্য হয়ে উঠবে - একটি বিশাল লাল কক্ষ যার ব্যাসার্ধ তার বর্তমান সীমানা ছাড়িয়ে লক্ষ লক্ষ মাইল বিস্তৃত।

সূর্যের বাইরের বায়ুমণ্ডল প্রসারিত হওয়ার সাথে সাথে এটি তার পথের প্রতিটি গ্রহের মধ্য দিয়ে জ্বলবে। বুধ এবং শুক্র অবশ্যই বিলুপ্ত হবে - এবং পৃথিবীও হতে পারে ( NASA-নাসা অনুসারে )।



সূর্যের সাথে অন্যান্য গ্রহ
সূর্যের সাথে অন্যান্য গ্রহ

 
বিলিয়ন বছরের সম্প্রসারণের পরে, সূর্য একটি কুঁচকে যাওয়া সাদা বামনে(শ্বেত বামন) পতিত হবে, আলো সম্পূর্ণভাবে জ্বলে উঠার আগে আরও কয়েক বিলিয়ন বছর ধরে অস্পষ্টভাবে ধোঁয়া উঠবে।
যদি পৃথিবী সূর্যের হিংস্র রূপান্তরকে একটি লাল দৈত্যে টিকে থাকতে পরিচালিত করে, তাহলে আমাদের গ্রহটিকে একটি সৌরজগতে ছেড়ে দেওয়া হবে যা আজকের তুলনায় অনেক আলাদা। সূর্যের মূল সংকুচিত হওয়ার সাথে সাথে গ্রহগুলিতে এর মহাকর্ষীয় টান দুর্বল হয়ে পড়বে, যার ফলে যেকোন গ্রহ যেগুলি আজকে সূর্য থেকে প্রায় দ্বিগুণ দূরে সরে যেতে পারে না, নাসা অনুসারে। লাল দৈত্য সূর্য থেকে বেরিয়ে  আসবে  বিকিরণ। এসব বিকিরণ বর্তমান বিকিরণের তুলনায় অনেকগুন বেশি তীব্র হবে। 
 
বিজ্ঞানীরা নতুন নতুন গবেষণার মাধ্যমে দেখতে  চেয়েছিলেন যে সেই বিকিরণ কতটা তীব্র হবে এবং পৃথিবীর চুম্বকমণ্ডল কি আক্রমণ থেকে বাঁচতে পারে? তাদের গবেষকরা, গবেষণার জন্য সূর্যের ভরের এক থেকে সাত গুণ বেশি ভরের মধ্যে 11টি বিভিন্ন ধরণের তারার বাতাসের মডেল তৈরি করেছিলেন। গবেষকরা খুঁজে পেয়েছেন যে, সূর্যের ব্যাস তার জীবনের শেষের দিকে প্রসারিত হওয়ার সাথে সাথে সৌর বায়ুর গতি এবং ঘনত্ব বন্যভাবে ওঠানামা করবে, পর্যায়ক্রমে প্রসারিত হবে আবার সংকুচিত হবে এবং নিকটবর্তী গ্রহের চৌম্বক ক্ষেত্রগুলিকে সংকুচিত করবে।


 
পৃথিবী থেকে সূর্য যেমন দেখায়
পৃথিবী থেকে সূর্য যেমন দেখায়


আমাদের গ্যালাক্সির মিল্কিওয়েতে রয়েছে 100 বিলিয়ন এর চেয়েও বেশি সময়ের তারা। এদের মধ্যে অনেকগুলো কে আমরা রাতের আকাশে দেখতে পাই। অন্য সবকিছুর মতো এই তারাগুলোও সারাজীবন টিকে থাকেনা। আমাদের সোলার সিস্টেমের সূর্য তেমনি একটি তারা।

মহাকাশে বিজ্ঞানীরা কিভাবে ভেসে থাকে তা জানতে _এখানে পড়ুন।

সূর্য আনুমানিক 4.6 বিলিয়ন বছর আগে সৃষ্টি হয়েছে এবং পরবর্তী আরো  7.7 বিলিয়ন বছরের বড় হবে, উত্তপ্ত হবে, উজ্জ্বল হবে, ঠান্ডা হবে এবং সর্বশেষ কালার পরিবর্তন করবে। সূর্যের আলো এবং তাপ ছাড়া পৃথিবীর কোন কিছুই exist করতো না কারণ পৃথিবীর সকল শক্তির উৎস সূর্য। সূর্যে প্রতি সেকেন্ডে 600 মিলিয়ন টন এর চেয়েও বেশি পরিমাণ হাইড্রোজেন নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে হিলিয়ামে পরিণত হচ্ছে এবং সেই সাথে সাথে শক্তি নির্গত করছে। 



সূর্যের সাাপেক্ষে অন্যান্য গ্রহের অবস্থান
সূর্যের সাাপেক্ষে অন্যান্য গ্রহের অবস্থান


বর্তমানে সূর্যের প্রায় অর্ধেক পরিমাণ হাইড্রোজেন হিলিয়াম এ পরিণত হয়েছে এবং সূর্য তার জীবন চক্রের সবচেয়ে stable অবস্থায় রয়েছে।

মহাবিশ্ব সম্পর্কে আরো জানতে _ ক্লিক করুন 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url