মূলদ সংখ্যা কাকে বলে? উদাহরনসহ মূলদ সংখ্যা চেনার উপায়গুলো কি কি?

মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যার উদাহরনসহ মূলদ সংখ্যা চেনার উপায়গুলো কি কি?

মূলদ সংখ্যা
মূলদ সংখ্যা

মূলদ সংখ্যা কী? পরীক্ষায় কিভাবে সহজেই মূলদ সংখ্যা নির্ণয় করা যায়? মূলদ সংখ্যার সকল আদ্যপান্ত বিষয় এই লেখাটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। একাডেমিক এবং চাকুরির পরীক্ষা উভয়টিতেে-ই ”মূলদ সংখ্যা“ টপিকটি সমানভাবে গুরুত্বপূর্ণ। আজকের এই  লেখাটিতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে তা হলো-
মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যার উদাহরণ। মুলদ চেনার উপায়। মূলদ সংখ্যা বের করার নিয়ম। “০” (শূন্য) কেন মূলদ সংখ্যা?



মূলদ সংখ্যা কাকে

মূলদ সংখ্যা কাকে বলে? - What are rational numbers?

যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাই মূলদ সংখ্যা। অন্যভাবে বলা যায় , যে সকল সংখ্যাকে  p/q আকারে প্রকাশ করা যায়, সে সকল সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। যেখানে p এবং q উভয়ই পূর্ণসংখ্যা এবং q শূন্য (0) নয় এমন সংখ্যা। 

আরো সহজ ভাবে বললে এভাবে বলা যায়, মূলদ সংখ্যা হলো সকল সসীম দশমিক এবং আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা। 



মূলদ সংখ্যার উদাহরন - Examples of rational numbers

  • ৪৫ ( যে কোন পৃর্ণ সংখ্যা )
  • ৩/৫ ( ভগ্নাংশ সংখ্যা )
  • ৫/১০ বা ০.৫ ( সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা )
  • ১.৩৩৩৩৩....... ( আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা )  


মূলদ সংখ্যা চেনার উপায় - Ways to know rational numbers

=>> সকল পূর্ণ সংখ্যা-ই মূলদ সংখ্যা । যেমনঃ ২, ৪, ৫,৪৫,৭৬ ইত্যাদি মূলদ । 

=>> সকল ভগ্নাংশ আকারে লেখা যায় এমন সংখ্যা মূলদ সংখ্যা । ৫/৭, ৪ /৯ ইত্যাদি । 

=>> সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা অর্থাৎ দশমিকের পরের অংক সংখ্যা যদি সসীম হয় তাহলে তা                মূলদ সংখ্যা । যেমনঃ ৪.৫৬.৭.৪৮ ইত্যাদি ।

=>> যেকোন পূর্নবর্গ সংখ্যা মূলদ সংখ্যা। যেমনঃ √৮১,  √৩৬,  √৬২৫  ইত্যাদি । 

=>> দশমিকের পরের অংক গুলো যদি অভিন্ন আকারে অসীম হয় বা আবৃত হয়, তাহলে তা মূলদ                  সংখ্যা । অর্থাৎ যে কোন আবৃত দশমিক ভগ্নাংশ ই মূলদ সংখ্যা। ৫.৩৪৩৪৩৪.......,                                 ৭.৩৪৫৩৪৫৩৪৫....., ৭.৩৩৩৩.....


মূলদ সংখ্যা বের করার নিয়ম - Rules for finding rational numbers

  1. মূলদ সংখ্যা বের করার জন্য, আমাদের কে মূলদ সংখ্যার বৈশিষ্টগুলো মিলিয়ে দেখতে হবে। মূলদ সংখ্যা বাছাই করার জন্য সংখ্যা ওপর নিম্নোক্ত উপায়গুলো প্রয়োগ করতে হবে। 
  2. প্রত্যেক পূর্ণ সংখ্যা ই মূলদ সংখ্যা - তাই দেখতে হবে সংখ্যাটি পূর্ণ সংখ্যা কিনা পূর্ণ সংখ্যা হলে মূলদ সংখ্যা হিসাবে গন্য করতে হবে।
  3. তারপর দেখতে হবে কোন সংখ্যার  দশমিক পরের অংকগুলো সসীম হলে তা মূলদ সংখ্যা হবে। 
  4. দশমিকের পরের অংক গুলো যদি আবৃত হয় তাহলে সেটিও মূলদ সংখ্যা । 
  5. সবশেষে , যদি কোন পূর্নবর্গ সংখ্যার বর্গমূল থাকে তা মূলদ সংখ্যা হিসাবে গণ্য হবে। 


শূন্য (০) কি মূলদ সংখ্যা ? - Is zero (0) a rational number?

আমাদের কাছে প্রশ্ন হতে পারে শূন্য কি মূলদ সংখ্যা ? যদি মূলদ সংখ্যা-ই হয় তাহলে কিভাবে?

প্রকৃতপক্ষে শূন্য (০) মূলদ সংখ্যা। কারনঃ আমরা জানি ,  মূলদ সংখ্যাকে ভগ্নাংশ আকারে লেখা যায়। এখানে শূন্য (০)  কে ভগ্নাংশ আকারে এভাবে লেখা যায় -

০/৫, ০/৪৫ ইত্যাদি । যেহেতু শূন্য (০) কে ভগ্নাংশ আকারে বা p/q আকারে লেখা যায়। p এবং q উভয়ই পূর্ন সংখ্যা আবার q এব মান শূন্য নয়।

সুতরাং শূন্য (০) একটি মূলদ সংখ্যা । 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url