জ্যামিতিক কোণ-Geometric angles- সুক্ষকোণ, স্থুলকোণ, সমকোণ, ‍পূরক কোণ, সম্পূরক কোণ, বিপ্রতীপ কোণ।

 বিভিন্ন ধরনের জ্যামিতিক কোণ- Geometric angles
Geometric angles. 
জ্যামিতিক কোণের ধারনা
জ্যামিতিক কোণের ধারনা


সুক্ষকোণঃ 
যে কোণের পরিমাপ ৯০ ডিগ্রি এর কম তাকে সুক্ষকোণ  বলে।
সূক্ষকোণ
চিত্রঃ সূক্ষকোণ


চিত্রে Ðকখগ একটি  সূক্ষকোণ।






স্থুলকোণঃ
যে কোণের পরিমাপ ৯০ ডিগ্রি এর বেশি তাকে স্থুকোণ বলে।
স্থুলকোণ
চিত্রঃ স্থুলকোণ


চিত্রে Ðকখগ একটি  স্থুলকোণ।







সমকোণঃ
যে কোণের পরমাপ ৯০ ডিগ্রি তাই সমকোণ বলে।
সমকোণ
চিত্রঃ সমকোণ


চিত্রেÐকখগ একটি  সমকোণ।








সন্নিহিত কোণঃ 
দুইটি কোণের শীর্ষবিন্দু একটি হলে  কোণ দুটি কে একটি অপরটির সন্নিহিত কোণ বলা হয়। 
সন্নিহিত কোণ
চিত্রঃ সন্নিহিত কোণ


চিত্রে Ðকখগ এবংÐকখঘ  দুইটি কোনের ই শীর্ষবিন্দু একই । সুতরাং Ðকখগ এবংÐকখঘ  দুইটি পরস্পরের সন্নিহিত কোণ।







পূরক কোণঃ
দুইটি কোণের পরিমাপের যোগফল ৯০ডিগ্রি  হলে, কোণ দুইটির একটিকে অপরটির পূরক কোণ বলে।
পূরক কোণ
চিত্রঃ পূরক কোণ।


চিত্রে Ðকখগ এবং Ðকখঘ  দুইটি কোনের যোগফল ৯০ ডিগ্রি । Ðকখগ এবং Ðকখঘ  দুইটি পরস্পরের পূরক কোন।







সম্পূরক কোণঃ
দুইটি কোণের পরিমাপের যোগফল ১৮০ ডিগ্রি হলে, কোণ দুইটির একটিকে অপরটির সম্পূরক কোণ  বলে।
সম্পূরক কোণ
চিত্রঃ সম্পূরক কোণ।

চিত্রে Ðকখগ এবং Ðকখঘ দুইটি কোনের যোগফল ১৮০ ডিগ্রি। Ðকখগ এবং Ðকখঘ দুইটি পরস্পরের সম্পূরক কোন।








বিপ্রতীপ কোণঃ
কোন কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ তৈরি করে তাকে ঐ কোণের বিপ্রতীপ কোণ বলে।
বিপ্রতীপ কোণ
চিত্রঃ বিপ্রতীপ কোণ। 




চিত্রে Ðকখগ ও Ðঙখঘ কোণ দুইটি এবং Ðকখঙ ও Ðখঘগ কোণ দুইটি  পরস্পর বিপ্রতীপ কোণ।






কেন্দ্রঃস্থকোণঃ 
নির্দিষ্ট কোন বৃত্তচাপের ক্ষেত্রে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণকে কেন্দ্রঃস্থকোণ বলা হয়।
কেন্দ্রঃস্থকোণ কোণ
চিত্রঃ কেন্দ্রঃস্থকোণ কোণ।



চিত্রে Ðঘখগ কেন্দ্রঃস্থকোণ কোণ।










বৃত্তস্থঃকোণঃ 
নির্দিষ্ট কোন বৃত্তচাপের ক্ষেত্রে বৃত্তের পরিধিতে উৎপন্ন কোণকে বৃত্তস্থঃকোণ বলা হয়। 
বৃত্তস্থঃকোণ কোণ
চিত্রঃ বৃত্তস্থঃকোণ কোণ।




চিত্রে Ðঘখগ বৃত্তস্থঃকোণ কোণ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url