চলক কাকে বলে ? চলকের উদাহরণ । চলকের বৈশিষ্ট্য কি কি? চলক কত প্রকার ও কি কি?

চলক কাকে বলে? চলকের বৈশিষ্ট কি কি? চলকের প্রকারভেদ এসব প্রশ্নের উত্তর এই লেখাটির মাধ্যমে বিস্তারিত ভাবে আলোচনা করার চেষ্টা করব । 

চলক কাকে বলে ? চলকের উদাহরণ । চলকের বৈশিষ্ট্য কি কি? চলক কত প্রকার ও কি কি?
লেখাটিতে যে সব বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেওয়া  হয়েছে তা -
চলক কাকে বলে?
চলকের বৈশেষ্ট্য কি কি?
চলক কত প্রকার ও কি কি?

চলক কাকে বলে? - What is a variable?

যে সকল রাশির মান পরিবর্তনশীল সে সকল রাশির প্রতীক কে চলক বলা হয়। গনিতে ব্যবহ্নত এমন রাশি যার মান পরিবর্তীত হতে পারে, তাই চলক । 

”যে পরিমান বা বৈশিষ্ট্যের বিভিন্ন পরিসংখ্যান বা শ্রেণী থাকে তাকে চলক বলে” - পি. ভি. ইয়াং।

চলকের মান পরিবর্তনশীল তাই সংখ্যা দিয়ে চলককে প্রকাশ করা যায় না । চলককে প্রকাশ করা হয় প্রতীক দিয়ে। যেমনঃ  A, B, C,...... ,  X, Y, Z...... অথবা a,b,c...... ,x, y, z.....


চলকের বৈশিষ্ট্য - Properties of variables

  • চলকের মান নির্দিষ্ট থাকে না অর্থাৎ পরিবর্তন হয়। 
  • চলকের প্রতীকের মান ইচ্ছা মত ধরা যায় । যেমনঃ  A, B, C,...... ,  X, Y, Z...... অথবা a,b,c...... ,x, y, z.....
  • চলক ভিন্ন ভিন্ন মান ধারণ করতে পারে। যেমনঃ x = ৫ আবার কখনও  x = ৯ হতে পারে। 


চলক কত প্রকার - How many types of variables

চলক কত প্রকার?




চলক একটি পরিবর্তশীল রাশি যা বিভন্ন বৈশিষ্ট্যের প্রতিনিধিত্ব করে তাই চলককে বিভিন্নভাবে ভাগ করা যায়।
প্রধানত চলককে দুই ভাগে ভাগ করা যায়। 
যথাঃ 
  1. গুনবাচন চলক ( Quantity variable)
  2. সংখ্যাবাচক চলক (Numeric variable) 


গুনবাচন চলক -  Quantity variable

যে সকল চলক কে বা বৈশিষ্ট্যকে অথবা রাশিকে সংখ্যায় প্রকাশ করা যায় না সে সকল চলক কে গুনবাচক চলক বলা হয়। 
উদাহরনঃ
  • ভালোবাসা ,
  • দুঃখ
  • কান্না 
  • আবেগ
  • বুদ্ধি ইত্যাদি 


গুনবাচন চলক -  Quantity variable কে আবার দুই ভাগে ভাগ করা যায়।  গুনবাচক চলক ২টি হলো - 

=>> বিচ্ছিন্ন চলক ( Dissociated variable)
=>> অবিচ্ছিন্ন চলক ( Continuous variable)


বিচ্ছিন্ন চলক - Dissociated variable 

যে সব চলক কে ভেঙ্গে পরিমান করা যায় না বা প্রকৃত পক্ষে অবিভাজ্য তাই বিচ্ছিন্ন চলক। 
উদাহরনঃ
  • শ্রমিকের সংখ্যা 
  • পরিবারের সদস্য সংখ্যা 
  • স্কুলের ছাত্র সংখ্যা 


অবিচ্ছিন্ন চলক - Continuous variable

যে কোন পরিসীমার মধ্যে গানিতিক যে কোন সংখ্যা মান গ্রহন করা যেতে পারে তাই  অবিচ্ছিন্ন চলক। 
উদাহরনঃ 
  • সময়,
  • জন্মহার,
  • বষয়,
  • আয়।

সংখ্যাবাচক চলক - Numeric variable

যে সকল চলক সংখ্যাগত কোন মানকে নির্দেশ করে তাই সংখ্যাবচক চলক। অন্যভাবে, সংখ্যাসূচক কোন মানের পতিনিধিকে  সংখ্যাবাচক চলক - Numeric variable বলা হয়। 
  • ক্লাশ রোল 
  • আয়
  • পরীক্ষার নম্বর ইত্যাদি । 

আশা করি আমরা এই লেখাটি থেকে চলকের সংজ্ঞা , চলকের উদাহরন এবং চলকের প্রকারভেদ সম্পর্কে জানতে পেরেছি। 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url