সমকোণ কাকে বলে? সমকোণের বৈশিষ্ট্যগুলো কি কি ?

সমকোণের খুঁটিনাটি বিষয়গুলো যেমন- সমকোণ কাকে বলে?  সমকোণের বৈশিষ্ট্যগুলো কি কি ? এগুলো বিস্তারিত আলোচনা করা হবে।


সমকোণ
সমকোণ

আজকে আমরা জানব সমকোণ কাকে বলে ? সমকোণের বৈশিষ্ট্যগুলো কি কি? আশা করি সম্পূর্ণ লেখাটি পড়লে সমকোণ সম্পর্কে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। 



সমকোণ কাকে বলে ?

দুইটি সরলরেখা যখন পরস্পরকে লম্বভাবে ছেদ করে তখন ছেদ বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় , তাই সমকোণ। অন্যবভাবে বলা যায়, যে কোণের পরিমান ৯০ ডিগ্রি তাকে সমকোণ বলা হয়। অর্থাৎ সমকোণের ক্ষেত্রে দুইটি সরল রেখার মাঝে ৯০ ডিগ্রি কোণ উৎপন্ন হবে। 



সমকোণের বৈশিষ্ট্য

  • সমকোণের মান অবশ্যই ৯০ ডিগ্রি হবে। 
  • কোণ সংলগ্ন বাহু দ্বয় লম্বভাবে অবস্থান করে ।
  • সমকোণ এক চতুর্ভাগের সমান। 
  • এক সমকোণ কে ৯০ ভাগ করলে প্রতি ভাগকে  এক ডিগ্রি বলা হয়।
  • এক সমকোণ সমান /২ রেডিয়ান। 
  • ইউক্লিডিয় সমকোণ এর সাহায্যে লম্ব রেখা, সুক্ষ্মকোণ, স্থুল কোণ বর্ণনা করা যায়। 
  • সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু বৃহত্তম। 
  • এক সমকোণ এর পরিমান ১০০ গ্রেডিয়ানের সমান।  সুতরাং ১ সমকোন = ১০০ গ্রেডিয়ান। 
  • সমকোণের পরস্পর দুই টি লম্ব বাহু থাকে। 


আশা করি আজকে আমরা সমকোণ কি এবং সমকোনের বেশ কিছু গুরুত্বপূর্ন বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারলাম। 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url