জ্যামিতিক কোণ সম্পর্কিত কিছু সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর- some common question on Geometric angles.

 জ্যামিতিক  কোণ সম্পর্কিত কিছু সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর- some common question on Geometric angles. 

জ্যামিতিক  কোণ সম্পর্কিত কিছু সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর


আজকের আলোচিত বিষয়গুলো হলো - চাঁদার সাহায্যে সর্বোচ্চ কত ডিগ্রি কোণ মাপা যায়, কোণের একক কি?কোণ পরিমাপের একক কি?, ৯০ ডিগ্রি কত সমকোনের সমান?, এক সমকোণ সমান কত ডিগ্রি২ সমকোণ কত ডিগ্রি, ৮ সমকোণ কত ডিগ্রি, এক সরল কোণ সমান কত, তিন সমকোণ কত ডিগ্রি, স্থুলকোণ কত ডিগ্রি, সুক্ষ্মকোণ কত ডিগ্রিসম্পুরক কোণর মান কত?, দুটি পূরক কোণর মান কত? কোন কোণের মান তার পূরক কোণের মানের সমান?, একটি কোণের দ্বিগুন ৬০ ডিগ্রি হলে তার পূরক কোণ কত, ১২০ ডিগ্রি  এর সম্পূরক কোন কত? ৮০ ডিগ্রি  এর পূরক কোন কত? যে কোন কোণ ও তার বিপ্রতীপ কোণের পরিমাপ কত?, বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে কি বলে



১. চাঁদার সাহায্যে কি পরিমাপ করা যায়? 
    উত্তরঃ কোণ।

২. কোণের একক কি?  
    উত্তরঃ ডিগ্রি।

৩. ৯০ ডিগ্রি কত সমকোনের সমান?  
    উত্তরঃ এক  সমকোন।

৪. ৯০ ডিগ্রি এরে ছোট কোনকে কি কোন বলে? 
    উত্তরঃ সূক্ষ কোন।

৫. ৯০ ডিগ্রি এর বড় কোনকে কি বলে? 
    উত্তরঃ  স্থুল কোন।

৬. দুইটি কোন মিলে ৯০ ডিগ্রি হলে একটিকে অপরটির কি কোন বলে? 
    উত্তরঃ পূরক কোন।

৭. দুইটি পরস্পর পূরক কোন সন্নিহিত কোন হিসাবে আঁকলে কত সমকোন হবে? 
    উত্তরঃ এক সমকোন।

৮. একটি কোন ও তার পূরক  কোনের সমষ্টি কত? 
    উত্তরঃ  ৯০।

৯. কটি কোন ও তার সম্পূরক  কোনের সমষ্টি কত? 
    উত্তরঃ  ১৮০।

১০. দুইটি কোন মিলে ১৮০ ডিগ্রি  হলে একটিকে অপরটির কি কোন বলে? 
    উত্তরঃ  সম্পূরক  কোন।

১১. ৮০ ডিগ্রি  এর পূরক কোন কত? 
    উত্তরঃ  ১০০।

১২. ১২০ ডিগ্রি  এর সম্পূরক কোন কত?
    উত্তরঃ  ৬০।

১৩. দুইটি পরস্পর সম্পূূরক কোন সন্নিহিত কোন হিসাবে আঁকলে কি কোন উৎপন্ন হবে?  
    উত্তরঃ  সরল কোন।

১৪.কোন কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ তৈরি করে তাকে কি কোন বলে? 
    উত্তরঃ  বিপ্রতীপ কোন।

১৫. দুইটি সরলরেখা কোন বিন্দুতে পরস্পরকে ছেদ করলে, ছেদ বিন্দুতে দুই জোড়া পরস্পর কি কোণ উৎপন্ন হয়। 
    উত্তর : বিপ্রতীপ কোন।

১৬. যে কোন কোণ ও তার বিপ্রতীপ কোণের পরিমাপ --। 
    উত্তর : সমান।

১৭. যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সমকোন , তাকে কি বলে? 
    উত্তর : সূক্ষকোনী ত্রিভুজ।

১৮. যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাকে কি বলে? 
    উত্তর : সমকোনী ত্রিভুজ।

১৯. সমকোণী ত্রিভুজের কয়টি কোণ সমকোণ? 
    উত্তর :একটি কোন।

২০. সমকোণী ত্রিভুজের কয়টি কোণ সুক্ষকোণ?
    উত্তর : দুইটি কোন।

২১. স্থলকোণী ত্রিভুজের কয়টি কোণ স্থলকোণ? 
    উত্তর : একটি কোন।

২২. স্থলকোণী ত্রিভুজের কয়টি কোণ সূক্ষকোন? 
    উত্তর : দুইটি কোন।

২৩. যে ত্রিভুজের একটি কোণ স্থলকোণ, তাকে কি বলে?
    উত্তর :স্থলকোনী ত্রিভুজ।

২৪. চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রটিকে  কি বলে? 
    উত্তর :চতুর্ভূজ।

২৫. চতুর্ভুজটির কয়টি কর্ণ থাকে? 
    উত্তর :দুইটি কর্ন।

২৬. চতুর্ভুজটির কয়টি বাহু থাকে? 
    উত্তর :চারটি বাহু।

২৭. যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাকে কি বলে?
    উত্তর : সামান্তরিক।

২৮. সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি রকম? 
    উত্তর : সমান।

২৯. সামান্তরিকের বিপরীত কোণগুলো কি রকম? 
    উত্তর : সমান।

৩০. সামান্তরিকের কর্নদ্বয় পরস্পরকে কিভাবে বিভক্ত করে? 
    উত্তর :সমদ্বিখন্ডিত করে।

৩১. যে সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু সমান তাকে কি বলে? 
    উত্তর : রম্বস।

৩২. কোন চতূর্ভুজের বাহুগুলো সব সমান এবং বিপরীত কোণগুলো সমান? 
    উত্তর : রম্বসের।

৩৩. কোন চতূর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে?
    উত্তর : রম্বসের।

৩৪. যে সামান্তরিকের একটি কোণ সমকোণ, তাকে কি বলে? 
    উত্তর : আয়ত।

৩৫. কোন চতূর্ভুজের প্রত্যেকটি কোণ সমকোণ এবং বিপরীত বাহুগুলো সমান? 
    উত্তর : আয়ত।

৩৬. কোন চতুর্ভুজের কর্ণদ্বয় সমান এবং এরা পর¯পরকে সমদ্বিখন্ডিত করে?
     উত্তর : আয়ত এবং বর্গ।

৩৭. কোন চতূর্ভুজের একটি কোণ সমকোন হলে অন্য তিনটি কোণও সমকোণ হয়? 
    উত্তর :সামান্তরিকের।

৩৮. যে আয়তের দুইটি সন্নিহিত বাহু সমান, তাকে কি বলে?
     উত্তর : বর্গ।

৩৯. যে সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু সমান এবং একটি কোণ সমকোণ, তাকে কি বলে? 
    উত্তর : বর্গ।

৪০. কোন চতূর্ভুজের বাহুগুলো সব সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ? 
    উত্তর :বর্গ।

৪১. কোন চতুর্ভূজের কর্ণদ্বয় সমান এবং এরা পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে। 
    উত্তর : বর্গ।

৪২. বৃত্ত একটি আবদ্ধ কি ধরনের রেখা ? 
    উত্তর :বক্র রেখা।

৪৩. বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের ওপরের যে কোন বিন্দুর সংযোজক রেখাংশকে  কি বলে? 
    উত্তর :ব্যাসার্ধ।

৪৪. বৃত্তের সকল ব্যাসার্ধের দৈর্ঘ্য কি রকম?
     উত্তর :সমান।

৪৫. জ্যা দ্বারা বিভক্ত বৃত্তের প্রত্যেক অংশকে কি বলে? 
    উত্তর : বৃত্তচাপ।

৪৬. বৃত্তের যে কোন দুইটি বিন্দুর সংযোজক রেখাংশকে কি বলে? 
    উত্তর : জ্যা।

৪৭.  প্রত্যেক জ্যা বৃত্তকে কয়টি চাপে বিভক্ত করে?
    উত্তর : দুইটি।

৪৮. বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে কি বলে? 
    উত্তর : ব্যাস।

৪৯. বৃত্তের প্রত্যেক ব্যাস বৃত্তকে কয়টি অর্ধবৃত্তে বিভক্ত করে। 
    উত্তর :দুইটি।

৫০. ব্যাস ব্যাসার্ধের কত গুন?
     উত্তর : দুই গুন।




                            আলোচিত বিষয়গুলো হলো - চাঁদার সাহায্যে সর্বোচ্চ কত ডিগ্রি কোণ মাপা যায়কোণের একক কি?কোণ পরিমাপের একক কি?, ৯০ ডিগ্রি কত সমকোনের সমান?, এক সমকোণ সমান কত ডিগ্রি২ সমকোণ কত ডিগ্রি৮ সমকোণ কত ডিগ্রিএক সরল কোণ সমান কত, তিন সমকোণ কত ডিগ্রিস্থুলকোণ কত ডিগ্রিসুক্ষ্মকোণ কত ডিগ্রিসম্পুরক কোণর মান কত?দুটি পূরক কোণর মান কত? কোন কোণের মান তার পূরক কোণের মানের সমান?, একটি কোণের দ্বিগুন ৬০ ডিগ্রি হলে তার পূরক কোণ কত১২০ ডিগ্রি  এর সম্পূরক কোন কত৮০ ডিগ্রি  এর পূরক কোন কত? যে কোন কোণ ও তার বিপ্রতীপ কোণের পরিমাপ কত?, বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে কি বলে
Next Post
No Comment
Add Comment
comment url