বৃত্ত, বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তচাপ, বৃত্তের জ্যা, বৃত্তের ব্যাস- Circle, Radius, Circle arc, Chord of circle, Diameter.

বৃত্ত, বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তচাপ, বৃত্তের জ্যা, বৃত্তের  ব্যাস- Circle, Radius, Circle arc, Chord of circle, Diameter. 

বৃত্ত-Circle
একটি আবদ্ধ বক্ররেখা যার ভিতরে এমন একটি বিন্দু রয়েছে যা থেকে  বক্ররেখার উপরের প্রত্যেক বিন্দুর দূরত্ব সমান তাকে বৃত্ত বলে। 
বৃত্তঃ
চিত্রে কখগ একটি বৃত্ত।


বৃত্তের ব্যাসার্ধঃRadius
বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের ওপরের যে কোন বিন্দুর সংযোজক রেখাংশকে বৃত্তের ব্যাসার্ধ বলে।
চিত্রে বৃত্তের কেন্দ্র ক এবং ব্যাসার্ধ কখ।


বৃত্তচাপঃ Circle arc
বৃত্তের সকল  জ্যা দ্বারা বিভক্ত  প্রত্যেক অংশকে বৃত্তচাপ, বা সংক্ষেপে চাপ বলে।






উপরের চিত্রে কখ জ্যা দ্বারা বৃত্তটি দুইটি চাপে বিভক্ত হয়েছে। একটি চাপ কঘখ এবং অপরটি কগখ।


বৃত্তের জ্যাঃChord of circle
বৃত্তের যে কোন দুইটি বিন্দুর সংযোজক রেখাংশকে বৃত্তটির জ্যা বলে।

উপরের চিত্রে কখ বৃত্তটির জ্যা।


ত্রিভূজ সম্পর্কে জানতে_

বৃত্তের  ব্যাসঃDiameter. 
বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে বৃত্তের  ব্যাস বলে।
উপরের চিত্রে কখ জ্যাটি বৃত্তের ব্যাস।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url